সাত প্রেক্ষাগৃহে ‘জেকে ১৯৭১’
প্যারিসের অর্লি বিমানবন্দরে ফরাসি নাগরিক জ্যঁ কুয়ের সংগঠিত উড়োজাহাজ ছিনতাইয়ের সূত্র ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’। নির্মাতা ফাখরুল আরেফিন খান। আজ শুক্রবার সিনেমাটি ৭টি হলে মুক্তি পাচ্ছে।
১৯৭১ সালে নিরীহ বাঙালির ওপর অস্ত্রসজ্জিত পাকিস্তানের সামরিক বাহিনীর গণহত্যায় বিশ্বে অনেক মানবতাকামী মানুষের মন কেঁদে উঠেছিল। তেমনই একজন জ্যঁ কুয়ে।
২৮ বছর বয়েসী এই যুবক এক দুঃসাহসী কর্মকাণ্ডে জড়িত হয়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধে। জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান এয়ারলাইনসের একটি বিমান ছিনতাই করে শোরগোল ফেলে দিয়েছিলেন বিশ্বজোড়া। তার দাবি ছিল, বাংলাদেশের শরণার্থীদের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে এবং তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী।
‘জেকে ১৯৭১’ মুক্তির আগেই প্রদর্শিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। জিতেছে পুরস্কারও। মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ আরও প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী।