Select Page

সানি লিওনকে ঢাকায় আসার অনুমতি দিয়ে পরে বাতিল

সানি লিওনকে ঢাকায় আসার অনুমতি দিয়ে পরে বাতিল

বলিউড অভিনেত্রী সানি লিওনের বাংলাদেশে সিনেমার শুটিং করতে আসার কথা ছিল। শুরুতে মিলেছিল অনুমতিও। কিন্তু বুধবার (৯ মার্চ) সেই অনুমতি বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, অনিবার্য কারণে আমেরিকান অভিনেত্রী করণজিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট বাতিল করা হলো।

সাবেক এ পর্ন তারকা সানি লিওন নামে পরিচিত হলেও করণজিৎ কর ওয়েভার তার আসল নাম এবং তিনি আমেরিকান পাসপোর্টধারী।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের আরেক প্রতিষ্ঠান মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট থেকে প্রযোজিত সোলজার সিনেমায় কাজ করার জন্য আরও ১০ জন ভারতীয় শিল্পী-কলাকুশলীসহ সানির বাংলাদেশে আসার কথা ছিল।

প্রযোজনা প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ মার্চ এক নোটিশে অনুমতির কথা উল্লেখ করে ছয় মাসের ওয়ার্ক পারমিটও দেয় মন্ত্রণালয়।

ভারতীয় বাকি ১০ জন শিল্পীর বাংলাদেশে আসার ব্যাপারে কোনো অসুবিধা না থাকলেও সানি লিওনি আসতে পারবেন না।

এর কারণ জানতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলামকে অনেকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

অন্যদিকে প্রযোজক সেলিম খান নিউজবাংলাকে বলেন, ‘আমি সোলজার সিনেমাটি করছি না। কারণ আমি যে টাকা খরচ করব, হিসাব করে দেখলাম সব স্বত্ব বিক্রি করেও সে টাকা ওঠে না। তাই এ প্রজেক্ট বাদ।’

সানি লিওন বাংলাদেশে এসে কাজ করার অনুমতি না পাওয়ার আর কোনো কারণ নাই বলে জানান সেলিম খান। তিনি আরও বলেন, ‘আমি মৌখিকভাবে উপসচিবকে সিনেমা না করার ব্যাপারে জানিয়েছি। শিগগিরই লিখিতভাবেও জানাব।’

ভারতীয় বাকি ১০ জন হলেন কৌশানী মুখার্জী, রাহুল দেব কৌশল, রাজেশ কুমার শর্মা, রজতাভ দত্ত, বরজ কল, শান্তি লাল মুখার্জী, করাজ মুখার্জী, বিক্রম আনন্দ সাবেরাওয়াল, দেবাশীষ মুখার্জী, সুপ্রিয় দত্ত।

এর আগে শাপলা মিডিয়ার ‘বিক্ষোভ’ ছবির জন্য মুম্বাইয়ে ‘সানি সানি’ নামের একটি আইটেম গানে অংশ নেন সানি লিওন। তবে গানটি সেই ছবিতে থাকতে কিনা জানা যায়নি। তবে বাংলাদেশের দুটি মিউজিক ভিডিওতে হালে এই বলিউড অভিনেত্রীকে নাচতে দেখা গেছে।


Leave a reply