সারাদেশে নতুন ২ চলচ্চিত্র
ঢাকাসহ সারাদেশে শুক্রবার মুক্তি পেল নতুন ২ চলচ্চিত্র। সিনেমাগুলো হচ্ছে জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘমল্লার ও শফিক হাসান পরিচালিত স্বপ্ন ছোঁয়া। এ ছাড়া দ্বিতীয়বারের মতো মুক্তি পেল মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত ভারতীয় ছবি যুদ্ধশিশু।
বেঙ্গল এন্টারটেইনমেন্ট থেকে দ্য রিপোর্টকে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বেঙ্গল এন্টারটেইনমেন্ট প্রযোজিত আখতারুজ্জামান ইলিয়াসের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মেঘমল্লার’ মুক্তি পাচ্ছে শুক্রবার। রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, বলাকা-২ ও শ্যামলী সিনেমা হলে প্রদর্শিত হবে। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের আত্মোৎসর্গের গল্প ‘মেঘমল্লার।’ ১৯৭১ সালের বর্ষার দিনে মধ্যবিত্ত একটি পরিবারের সাহস-শংকা, আশা-নিরাশার কাহিনী নিয়ে গড়ে উঠেছে মেঘমল্লারের আখ্যান।
এদিকে সারাদেশের ৬৪টি সিনেমা হলে মুক্তি পেল অ্যাকশন-রোমান্টিক ধাঁচের চলচ্চিত্র ‘স্বপ্ন ছোঁয়া’। সাইমন-ববি জুটির এই সিনেমাটি পরিচালনা করেছেন শফিক হাসান। সিনেমাটিতে সাইমন-ববি ছাড়া আরও অভিনয় করেছেন তানভীর, মিশা সওদাগর, রেবেকা, কাজী হায়াৎ। মুন্নি প্রোডাকশন প্রযোজিত স্বপ্ন ছোঁয়া সিনেমার চিত্রনাট্য লিখেছেন মনির রেজা। সিনেমাটিতে একটি আইটেম গানসহ মোট ৫টি গান রয়েছে। সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন।
১৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ভারতীয় চলচ্চিত্র ‘যুদ্ধশিশু’। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত এই সিনেমাটি চলতি বছরের মে মাসে ঢাকায় মুক্তি পেয়েছিল। এবার দ্বিতীয় দফায় মুক্তি পেল। মুক্তিযুদ্ধকে ভুলভাবে উপস্থাপন করায় এর আগে ছবিটি সমালোচিত হয়। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন।