সারাদেশে ববি অভিনীত দুই সিনেমা
শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ এবং অনন্য মামুন (পর্দায় সাঈদুর রহমান মানিকের নামে) পরিচালিত ‘ব্ল্যাকমেইল’। তারকা নির্ভর দুই সিনেমায় দেখা যাবে ববিকে।
প্রেমের ছবি ‘আরো ভালোবাসবো তোমায়’ নির্মিত হয়েছে নতুন প্রযোজনা সংস্থা তানভীর ফিল্মসের ব্যানারে। খোরশেদ আলম খসরু প্রযোজিত ও টিওটি ফিল্মস পরিবেশিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পরী মনি, চম্পা ও সোহেল রানা। সারাদেশে ৯১টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে একটি ক্যামিও রোলে আছেন ববি। তাকে চিত্রনায়িকা হিসেবেই সেখানে দেখা যাবে।
‘ব্ল্যাকমেইল’ নির্মিত হয়েছে মেঘ এন্টারটেইনমেন্টের ব্যানারে। দুই তরুণীর জীবনযুদ্ধের ছবি ‘ব্ল্যাকমেইল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি, মৌসুমী হামিদ, কাজী উজ্জ্বল, দিপালী, আলামিন, সাজ্জাদ মাহমুদ, পূজা, ডন ও মিশা সওদাগর। সিনেমাটি ঢাকার বাইরে দুটি হলে মুক্তি পেল। ২৮ আগস্ট বড় পরিসরে মুক্তি পাবে।
সর্বশেষ সিনেমা ‘অ্যাকশন জেসমিন’-এ ববির অভিনয় বেশ প্রশংসিত হয়। তবে সিনেমাটি ভালো ব্যবসা করতে পারেনি।