
সার্টিফিকেশন বোর্ডের সামনে শাকিব ভক্তদের মানববন্ধন, সংশোধনের পর ছাড়পত্র পাচ্ছে ‘বরবাদ
প্রয়োজনীয় নথি নিয়ে অনিশ্চয়তার পর সোমবার প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে ‘বরবাদ’। সিনেমাটির বেশ কিছু দৃশ্যে ভায়োলেন্সে আপত্তি জানিয়ে প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন।

এমন খবরের পর শাকিব খান ভক্তরা সংশোধনী নিয়ে আপত্তি জানান। তারা দাবি তুলেন ‘বরবাদ’ আনকাট মুক্তি দিতে হবে। এর পর তারা মঙ্গলবার সকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করেন। এক দফা এক দাবি জানান যে, কোনো সংশোধনী ছাড়া সিনেমাটি আনকাট মুক্তির দেওয়া হোক।
অন্যদিকে বোর্ডের নির্দেশ অনুযায়ী জমা দেয়া সংশোধনী কপির প্রদর্শনী হয় আজ বেলা ১২টায়। এরপরই ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
জানা গেছে, আনকাট নয়, ‘বরবাদ’ প্রেক্ষাগৃহে আসবে সংশোধিত হয়েই। তবে এতে সিনেমাটির দৈর্ঘ্য কমেনি।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন বলেন, ‘বরবাদ’ সংশোধিত হয়েই মুক্তির অনুমতি পাবে। তবে সিনেমাটির দৈর্ঘ্য কমেনি। আজ বোর্ডের সদস্যরা ছবিটির সংশোধন অংশ দেখে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে ছবিটিকে ইউ গ্রেডে সনদপত্র দেওয়া হচ্ছে।
আজকের মধ্যেই পরিচালককে সনদপত্র বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
অন্যদিকে বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ বলেন, “দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সবসময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও তেমন কিছু নয়। বোর্ডের সবাইমিলে সিনেমাটির সংশোধিত কপি দেখে ছাড়পত্র দেওয়া হয়েছে। এটি মুক্তিতে কোনও বাধা নেই।”
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘বরবাদ’ ছবিটি ঘিরে হঠাৎই তৈরি হয় অনিশ্চয়তা। জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে তবে ছবিটি জমা দিতে পারবেন সার্টিফিকেশন বোর্ডে। কিন্তু সেই নথি প্রাপ্তিতে দেরি হওয়ায় ‘বরবাদ’ মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা। চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে এ নিয়ে লেখালেখি হয়।
মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ প্রযোজনা করেছে শাহরিন আক্তার সুমি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ প্রমুখ।