Select Page

সিনেমায় হাসান আজিজুল হকের ‘খাঁচা’

সিনেমায় হাসান আজিজুল হকের ‘খাঁচা’

Azizul-1422813742

খ্যাতিমান লেখক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হবে একই নামের সিনেমা। পরিচালনা করছেন আকরাম খান। চিত্রনাট্য লিখছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান দুজনে মিলে। অক্টোবরের শেষ দিকে শুরু হবে শুটিং।

পরিচালক প্রথম আলোকে জানান, কেন্দ্রীয় চরিত্র অম্বুজাক্ষের ভূমিকায় অভিনয় করছেন আজাদ আবুল কালাম। তবে কেন্দ্রীয় নারী চরিত্র সরোজিনীর ভূমিকায় কে থাকছেন, তা এখনো ঠিক হয়নি। আরো অভিনয় করবেন মামুনুর রশীদ রাণী সরকার

অম্বুজাক্ষ চরিত্রটি সম্পর্কে আজাদ আবুল কালাম বলেন, ‘এটি একটি সিরিয়াস চরিত্র। ঐতিহাসিক গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি। সামান্য কাজ ইতিমধ্যে এগিয়েছে।’

‘খাঁচা’ চলচ্চিত্র প্রসঙ্গে হাসান আজিজুল হক বলেন, ‘১৯৬৭ বা ’৬৮ সালের দিকে কামাল বিন মাহতাব সম্পাদিত ছোটগল্প নামের একটি সংকলনে এই গল্পটি প্রথম প্রকাশিত হয়। এর আগে আমার গল্প নিয়ে বেশ কিছু টিভি নাটক ও মঞ্চনাটক হলেও এটা হবে আমার গল্প নিয়ে তৈরি প্রথম সিনেমা।’

পরিচালক আকরাম খান বলেন, ‘পুরো সিনেমাটির শুটিং হবে নড়াইলের লোহাগড়ার ইতনায়। নড়াইলের স্থানীয় বেশ কয়েকজন নাট্যকর্মী এতে অভিনয় করবেন। থাকবেন বাংলা সিনেমার স্বর্ণযুগের বেশ কজন অভিনেতাও।’

একটি ঐহিত্যবাহী ব্রাহ্মণ পরিবারকে নিয়ে ছবির গল্প। দেশ বিভাগের পর ওপার বাংলার একটি মুসলিম পরিবারের সঙ্গে বাড়ি বদল করে সেখানে পাড়ি জমাতে চেষ্টা করে পরিবারটি। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়ে তারা।

 


Leave a reply