সিনেমা হলে মুক্তি না পাওয়া ‘রক্তজবা’র জাতীয় পুরস্কার নিয়ে নির্মাতা ক্ষোভ
বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবিকেই এত দিন দেওয়া হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার প্রথমবার ওটিটির ছবি ‘রক্তজবা’ পেল পুরস্কার। এমন অভিযোগ করেছেন সিনেমাটির পরিচালক নিয়ামুল মুক্তা।

টাইমস অব বাংলাদেশকে এ নির্মাতা বলেন, ‘আমার পরিচালিত ছবি কোথায়, কোন সিনেমা হলে চলেছে— তা আমিই জানি না এখন পর্যন্ত। সিনেমা হলে মুক্তি না পেলে কোনো ছবি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে কিনা— আমার প্রশ্ন।’
জানা গেছে, ছবিটি ২০২৩ সালের ঈদুল আজহায় সরাসরি আইস্ক্রিনে মুক্তি পেয়েছিল। যদিও প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র নেওয়া হয়েছিল। এতে অভিনয় করেছিলেন শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, জয়িতা মহলানবিশ ও নুসরাত ইমরোজ তিশা।
ছবিটির জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন এর নির্মাতা নিয়ামুল মুক্তা। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। কারণ চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল হাসান তাজ।
নিয়ামুল মুক্তা বলেন, ‘ছবিটির চিত্রনাট্য লিখেছে মুহাম্মাদ তাসনীমুল হাসান তাজ। তিনি ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। এখন আমি যে কাজ করি নাই, তার জন্য কেনো পুরস্কার নিবো? তাই আমি এ পুরস্কার প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে তাজের হাতে এ পুরস্কার দেখতে চাই।’
বিষয়টি নিয়ে তাজ জানান, তিনি ছবিটির চিত্রনাট্য করেছেন ২০২২ এর দিকে। বিষয়টি নিয়ে নিয়ামূল মুক্তার সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আবেদন করবো, তারা যেন বিষয়টি সংশোধন করেন।’
এই প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘এমন কোনো কিছু আমি শুনিনি। এই বিষয়ে সিদ্ধান্ত কী হবে, সেটাও আমি আপাতত বলতে পারছি না।’ তবে আরেক কর্মকর্তা জানান, ‘এটা কীভাবে জমা দেওয়া হয়েছিল, সেটা দেখতে হবে। তাহলেই বোঝা যাবে ভুলটা কীভাবে হলো। অফিস খুললেই এ বিষয়ে কথা বলতে পারব। তখনই এ বিষয়ে মন্তব্য করতে পারব।’






