সেন্সর বোর্ড কি বদলে যাচ্ছে?
# বদলে যাবে সেন্সর বোর্ডের নাম
# গ্রেডিং সিস্টেম থাকবে। গল্প ও দৃশ্য বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হবে
# পোস্টারের মতো ট্রেলার প্রকাশেও বোর্ডের অনুমতি লাগবে
# ৬ ফেব্রুয়ারির বৈঠকে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত
চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা সেন্সর বোর্ডের নাম ও কর্মকাণ্ড নিয়ে সেন্সর বোর্ড নিয়ে আপত্তির কথা বলে আসছেন। সে কথা আমলে নিয়ে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ২০১৮ সালের শুরুতে নতুন আইনের খসড়া তৈরি করেন। বর্তমান তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ দায়িত্ব নেওয়ার পর প্রথম আলোচনায় উঠেছে আইনটি।
কালের কণ্ঠের প্রতিবেদনে জানা যায়,‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড’-এর নাম বদলে এখন ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ করার পরিকল্পনা চলছে।
ইতোমধ্যে নাম পরিবর্তনের প্রস্তাবটি যুক্ত করে প্রস্তাবিত ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন’-এর খসড়া নিয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে। ৬ ফেব্রুয়ারি আরেকটি বৈঠকের পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
সেন্সর বোর্ডের সদস্য ও মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে চলচ্চিত্রেরই লাভ হবে। যখন ছবির মান অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হবে দর্শকও ঠকবে না। ভালো-মন্দ বিচার করেই ছবি দেখতে পারবে।’
নতুন আইনে পোস্টারের মতো ট্রেলার প্রকাশের জন্যও বোর্ডের অনুমোদন নিতে হবে। পাশাপাশি থাকবে গ্রেডিং সিস্টেম। চলচ্চিত্রের যেসব দৃশ্য সমাজে বা শিশুমনে খারাপ প্রভাব ফেলে এমন বিচার করেই দেওয়া হবে গ্রেড।