Select Page

সেপ্টেম্বরেও নেই দেশীয় ছবি, ভরসা ভারতীয় শাকিব

সেপ্টেম্বরেও নেই দেশীয় ছবি, ভরসা ভারতীয় শাকিব

ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেলেও কোনোটিই ধামাকা ব্যবসা করতে পারেনি। তারপরও সেপ্টেম্বর মাসে দেশীয় কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। এর মাঝে ভরসা শাকিবের কলকাতার সিনেমা।

চলতি মাসে একমাত্র নতুন ছবি বলতে ভারতীয় প্রযোজনা ‘নাকাব’। রাজীব বিশ্বাসের পরিচালনায় ভৌতিক চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে আলোচনায় এসেছেন শাকিব খান। সেই সিনেমাটি ঢাকা-কলকাতায় একসঙ্গে মুক্তি পাবে ২১ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে, সিনেমাটি বাংলাদেশের হলে ভালোই সাড়া ফেলবে। তবে সেইদিন পবিত্র আশুরা হওয়ায় প্রথমদিনের ব্যবসায় কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে একইদিন নতুন করে মুক্তি পেতে যাচ্ছে ‘বেঙ্গল বিউটি’। মাস দুয়েক আগে সিনেমাটি মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার ঢাকা-চট্টগ্রাম মিলে কয়েকটি হলে প্রদর্শিত হবে।

মাসজুড়ে নতুন কোনো সিনেমা না থাকা আবারো দেশীয় ইন্ডাস্ট্রি খারাপ অবস্থাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। দুই ঈদের বিরতিতেও নতুন দেশীয় সিনেমা মুক্তি পায়নি। ঈদুল আজহার আগে টানা চার সপ্তাহ তো ভারতীয় সিনেমা মুক্তির হিড়িক পড়ে। একে একে মুক্তি পায় সুলতান, ভাইজান এলো রে, পিয়া রে ও ফিদা। এর মধ্যে শাকিব অভিনীত ‘ভাইজান’ ছাড়া অন্য সিনেমাগুলো তেমন সাড়া পায়নি। বিশেষ করে শেষ দুটি সিনেমা তো ফাঁকা হলে প্রদর্শিত হয়েছে। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছেন প্রদর্শকরাও। তারা এতদিন বলে আসছিলেন, ভারতীয় সিনেমা আসলে সিনেমা হল বাঁচবে। সেই আশায়ও ভাটা পড়েছে।

অবশ্য বিশ্লেষকরা বারবার বলে আসছেন, দেশের হল বাঁচাতে মানসম্পন্ন দেশি সিনেমার বিকল্প নেই। সেটা নিয়ে ভাবতে হবে। এদিকে অক্টোবরে একাধিক সিনেমা মুক্তির আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে আছে বেপরোয়া, দহন, দেবী, প্রেমের বাঁধন ও আমার প্রেম আমার প্রিয়া। ওই সব সিনেমায় আছেন নামি তারকারাও। তবে ভালো গল্প বা নির্মাণ না হলে দর্শকদের হলমুখী করা যাবে না- এটা নিশ্চিত।


Leave a reply