Select Page

‘সোলজার’ মুক্তির আগেই একই প্রযোজকের ঈদুল আজহার সিনেমায় শাকিব খান

‘সোলজার’ মুক্তির আগেই একই প্রযোজকের ঈদুল আজহার সিনেমায় শাকিব খান

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এর লুক প্রকাশ করেই মাত করেছেন শাকিব খান। এতদিন শোনা গিয়েছিল, ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। তেমনটা হচ্ছে না বলে সর্বশেষ খবরে জানা গেছে। তবে ‘সোলজার’-এর ব্যানার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পরের সিনেমায় থাকছেন এ সুপারস্টার। ছবিটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।

কিছুদিন আগে শাকিব খান জানিয়েছিলেন, পরপর অ্যাকশন সিনেমার পর এবার পুরোপুরি রোমান্টিক সিনেমা বেছে নেবেন। যেমনটা ছিল ‘প্রিয়তমা’।

এখন যা শোনা যাচ্ছে, শাকিবের নতুন সিনেমাটি তৈরি হবে রোমান্টিক গল্পে। পরিচালনা করেছেন বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ আজমান রুশো। একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি। থাকবে ভালোবাসার গল্পও। তবে এখনো চূড়ান্ত হয়নি সিনেমার নাম।

বেশ আগে থেকেই গুঞ্জন রয়েছে মনপুরা ও হাওয়ার মতো ব্লকবাস্টারের সঙ্গে যুক্ত সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড ছয়টি চলচ্চিত্রের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এর মধ্যে দুটির নায়ক হবেন শাকিব খান। এমনও বলা হচ্ছিল, ‘সোলজার’-পরবর্তী সিনেমার পরিচালক হিসেবে প্রযোজকদের পছন্দ ছিলেন বছর দুই আগে শাকিবকে নতুনভাবে রোমান্টিক অবতারে হাজির করা এক পরিচালক। কিন্তু নায়কই প্রস্তাবটি নাকচ করে দেন।

এক প্রতিবেদনে আজকের পত্রিকা বলছে, নতুন এই সিনেমা নিয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল নির্মাতা আজমান রুশোর সঙ্গে। তিনি এ বিষয়ে এখনই কোনো তথ্য দিতে চাননি। তবে সিনেমাটি নির্মাণের কথাও অস্বীকার করেননি।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে নতুন এ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। দেশে ও দেশের বাইরে একটানা শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হবে কাজ। শুটিং শুরুর আগে আনুষ্ঠানিকভাবে সিনেমা ও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হবে।

এদিকে প্রায় শেষ হয়ে এসেছে ‘সোলজার’-এর শুটিং। দেশপ্রেমকে উপজীব্য করে লেখা হয়েছে এ সিনেমার কাহিনি। বাস্তবতা, সংগ্রাম আর আশাবাদের গল্প বলবে ‘সোলজার’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ।

সোলজারের শুটিং শেষ করে শাকিব শুরু করবেন প্রিন্স সিনেমার শুটিং। এ সিনেমায় শাকিবকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের চরিত্রে। আগামী মাসে শুরু হবে শুটিং। এতে নায়িকা হিসেবে এগিয়ে রয়েছেন তাসনিয়া ফারিন। থাকবে আরো কয়েকটি মুখ। কারিগরি টিমে থাকছে বলিউডের কয়েকজন কলাকুশলী। থাকতে পারেন কলকাতার জনপ্রিয় এক নায়কও। শুটিংয়ের কিছু অংশ হবে শ্রীলংকায়। তবে এসব তথ্য আনুষ্ঠানিক ঘোষণায় আসেনি।


Leave a reply