Select Page

সোহম-মিমের দেরি হবে

সোহম-মিমের দেরি হবে

Sohom-Mim-News

যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে বিতর্কের শেষ নেই। সে বিতর্কে প্রথম থেকেই নাম লেখায় মিম-সোহমের ‘ব্ল্যাক’। এবার মুক্তিতে ঝামেলার মুখোমুখি হলো সিনেমাটি।

কলকাতায় ২৭ নভেম্বর মুক্তি পেলেও বাংলাদেশে দেরি হবে ‘ব্ল্যাক’র। যৌথ প্রযোজনার নীতিমালা না মানার অভিযোগ উঠেছে। কিবরিয়া ফিল্ম অবশ্য দাবি করছে ‘ব্ল্যাক’ যৌথ প্রযোজনার ছবি। এ নিয়ে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে।

প্রযোজনা সূত্রে জানা যায়, ছবিটি খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে। বেশকিছু মিডিয়াতে এরই ভেতরে ছবিটি বাংলাদেশে নিষিদ্ধ করেছে বলে খবর এলেও মূলত কিছু অনুমতি সাপেক্ষ কাগজপত্র গোছাতেই বিলম্ব হচ্ছে।

এ দিকে অন্য ধরনের অভিযোগের গ্যাড়াকলে পড়েছিল ভারতীয় প্রযোজনা সংস্থা দাগ মিডিয়া। দীর্ঘদিন ধরে শিল্পীদের বকেয়া পারিশ্রমিক না মেটানোর অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ কারণে ৩ নভেম্বর প্রযোজনা সংস্থাকে অসহযোগিতার সিদ্ধান্ত নেয় আর্টিস্ট ফোরাম। পরে পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস এক সমঝোতা বৈঠক ডাকেন। সেখানে হাজির হন দাগ ক্রিয়েটিভ মিডিয়ার কর্ণধার রানা সরকার, আর্টিস্ট ফোরামের সভাপতি স্বরূপ বিশ্বাস, সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়সহ বেশ কয়েকজন। বৈঠকে রানা সরকার বকেয়া পারিশ্রমিকের আশ্বাস দিলে দাগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

ইতোমধ্যে সিনেমাটির গান ও ট্রেলার মুক্তি পেয়েছে।


Leave a reply