Select Page

স্টার সিনেপ্লেক্সের রাজশাহী শাখায় ভাংচুর

স্টার সিনেপ্লেক্সের রাজশাহী শাখায় ভাংচুর

দেশের একমাত্র মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের রাজশাহী শাখায় ভাংচুর চালানো হয়েছে। গত ৫ আগস্ট রাতে দুষ্কৃতকারীরা পদ্মার পাড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের ১৭২ আসনের সিনেপ্লেক্সে ব্যাপক ধ্বংসজজ্ঞ চালায়।

এতে করে উন্নত ডেকোরেশন, সিট, গ্লাসে আবৃত টিকেট কাউন্টার সবকিছু ভেঙে চুরমার করে নষ্ট করে দেয়া হয়েছে। ফলে রাজশাহী নগরীর একটি মাত্র সিনেমা হলটিও বন্ধ হয়ে গেল।

চ্যানেল আই অনলাইনকে সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, দুষ্কৃতকারীরা ভাঙচুর করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। রাজনৈতিক অস্থিরতায় কিছুদিন সিনেপ্লেক্সের সব শাখা বন্ধ ছিল। তাই কাউন্টার বন্ধ থাকায় নগদ অর্থ নিতে পারেনি।

ঢাকার বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, মিরপুর সনি, সামরিক জাদুঘরের পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীর শাখাগুলোতে সিনেমা প্রদর্শন করে আসছিল স্টার সিনেপ্লেক্স। সামনে আরো কিছু শাখা খোলার কথা রয়েছে এ মাল্টিপ্লেক্সের।

উল্লেখ্য যে, স্টার সিনেপ্লেক্সের মালিকানায় রাজনৈতিক পরিচয় রয়েছে। সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল সর্বশেষ নির্বাচনে মিরসরাই-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। চলতি বছরের শুরুতেই বিরোধীদের অনুপস্থিতিতে একদলীয় নির্বাচনে তিনি জয়ী হন। রুহেল আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে। বাবার আসনেই নির্বাচন করেছিলেন মাহবুব রহমান রুহেল।

গত মাসের মাঝামাঝিতে নতুন গতি পাওয়া কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে ৫ আগস্ট গোপনে পদত্যাগ পত্র জমা দিয়ে ভারত পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আন্দোলনে কয়েকশ’ মানুষ নিহত হন। তবে আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের কোনো নেতার পক্ষ থেকে দলীয় বর্বরতা নিয়ে কোনো নিন্দা দেখা যায়নি। এর বদলে অনেকেই উসকানিমূলক বক্তব্য দিয়ে গেছেন।


মন্তব্য করুন