স্টেজ পারফরম্যান্স সং কালেকশন
আমাদের বাণিজ্যিক ছবিতে গান অপরিহার্য একটি বিষয়। গান ছাড়া ছবি জমে না। গান দিয়েই ছবির বড় প্রচারণা হয়। ছবির গল্প যেমনই হোক গান যদি কালজয়ী বা মনের মতো হয় দর্শক অনেক দিন বাদেও বলে ঐ ছবির এই গানটা ভোলা যায় না। এভাবেই গান হয়ে ওঠে অপরিহার্য।
গানের রকমফের অনেক হয়। এর মধ্যে স্টেজ পারফরম্যান্সের একটা ঘরানা আছে। অনেক বাণিজ্যিক ছবিতেই নায়ক, নায়িকা, খলনায়ক, পার্শ্ব চরিত্র, বিশেষ চরিত্র মিলিয়ে স্টেজ পারফরম্যান্স সং থাকে। সেগুলো যেমন জনপ্রিয় হয় আবার ছবির অংশ হিসেবে থেকেও যায়। তেমন কিছু গান নিয়ে আজকের আয়োজন। জনপ্রিয়, কম জনপ্রিয় বা অনেকে জানে না এমন কিছু গান এ তালিকায় স্থান পেয়েছে।
* মনেরও রঙে রাঙাবো
‘মাসুদ রানা’ ছবির গান। গানটির মেল ও ফিমেল দুই ভার্সনই আছে। শিল্পী মুহাম্মদ খুরশীদ আলম। মেল ভার্সনে স্টেজ পারফরম্যান্স করেন নায়করাজ রাজ্জাক। ডিস্কো সিঙ্গারের পোশাকে তাঁকে চমৎকার লাগে। গানটি শুনতে শুনতে নায়ক সোহেল রানা তার হারানো প্রিয়তমা কবরীকে মনে করে।
* ভেঙেছে পিণ্ঞ্জর মেলেছে ডানা
‘ভেঙেছে পিণ্ঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা,
নীড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না’
‘ভাইবন্ধু’ ছবির বহুল জনপ্রিয় ও কালজয়ী গান। শিল্পী এন্ড্রু কিশোর। গানে ইলিয়াস কাঞ্চন মঞ্চে ঠোঁট মেলায় আর পর্দার আড়ালে জাফর ইকবাল মূল শিল্পী হিসেবে গায়।
* একটাই কথা আছে বাংলাতে
‘একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে একসাথে
সে হলো বন্ধু, বন্ধু আমার’
‘বন্ধু আমার’ ছবির গান। শিল্পী বাপ্পি লাহিড়ী ও মুন্না আজিজ। ছোটবেলার হারানো বন্ধুকে ফিরে পেয়ে ফারুক স্টেজে গানটি ধরে চমকে দেয় জাফর ইকবালকে। তারপর জাফর ইকবালও যোগ দেয়। বহুল জনপ্রিয় ও কালজয়ী গান।
* আমার বুকের মধ্যেখানে
‘নয়নের আলো’ ছবির গান। শিল্পী এন্ড্রু কিশোর। মঞ্চে জাফর ইকবাল গানটি গায়। জনপ্রিয় গান। সুবর্ণা মুস্তাফা কল্পনায় ভাবে জাফরকে এবং সে অংশে আউটডোর লোকেশন আছে।
* কে বলে আমি ভালো না
‘সৎ মানুষ’ ছবির গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী। কালজয়ী ও জনপ্রিয় গান। হুমায়ুন ফরীদির লিপে স্টেজ পারফরম্যান্স সং। গানটির মধ্যে অসাধারণ চার্ম আছে।
* বিদ্যালয় মোদের বিদ্যালয়
‘বিদ্যালয় মোদের বিদ্যালয়
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়,
এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে
হয় রে সূর্যোদয়’
‘বিক্ষোভ’ ছবির গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও রুনা লায়লা। কলেজ ফাংশনে অনবদ্য স্টেজ পারফরম্যান্স করে দেখায় সালমান শাহ ও শাবনূর। গানটি বক্তব্যধর্মী।
* আমি পাথরে ফুল ফোটাব
‘শেষ ঠিকানা’ ছবির গান। শিল্পী এন্ড্রু কিশোর। বহুল জনপ্রিয় গান। স্টেজ পারফরম্যান্সে অমিত হাসান লিপে থাকে। ছবির গল্পে ছিল গীতিকার শাবনূরের লেখা গানে অমিত হাসান গায়।
* গান আমি গেয়ে যাবো
‘আশা ভালোবাসা’ ছবির গান। শিল্পী এন্ড্রু কিশোর। সালমান শাহ স্টেজে গানটি গায় আর দর্শকেরা মুগ্ধ হয়ে শোনে। দেশের বাণিজ্যিক ছবির অন্যতম জনপ্রিয় গান। রেডিওতে ‘অনুরোধের আসর গানের ডালি’ অনুষ্ঠানে এটি নিয়মিত বাজানো হত শ্রোতাপ্রিয়তার জন্য।
* সেই মেয়েটি
‘মৌসুমী’ ছবির গান। শিল্পী খালিদ হাসান মিলু। কালজয়ী গান। নায়ক নাদিম হায়দার স্টেজ পারফরম্যান্সে গানটি গায় আর দর্শকসারিতে মৌসুমী ফোকাস হতে থাকে।
* চারিদিকে শুধু তুমি
‘মৌসুমী’ ছবির গান। শিল্পী খালিদ হাসান মিলু। এ ছবির আরেকটি জনপ্রিয় গান। এ গানে প্রথমে নাদিম হায়দার ও পরে অমিত হাসান লিপে থাকে মৌসুমীর বন্দনায়।
* তুমি কবি আমি তোমার কবিতা
‘স্বজন’ ছবির গান। শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। হিন্দি ‘সাজন’-এর বাংলা রিমেকে মৌসুমী স্টেজ পারফরম্যান্স করে। অনবদ্য নাচ ছিল তার। দর্শকসারিতে ইলিয়াস কাঞ্চন তার নাচে গানে মুগ্ধ হয়।
* আমি সুরেলা গানের পাখি
‘আত্মত্যাগ’ ছবির গান। শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। মৌসুমী স্টেজ পারফরম্যান্স করে আর অমিত হাসান দর্শকসারিতে। গানের কথা ও সুর অসাধারণ। তার সাথে মৌসুমীর গ্ল্যামার মুগ্ধ করে।
* মর্জিনার বাপ মার্কামারা
‘প্রথম প্রেম’ ছবির গান। শিল্পী হানিফ সংকেত। পরিচালক এ. জে. মিন্টু ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতকে দিয়ে গানটি করান। স্টেজ পারফরম্যান্সে ছিল নব্বই দশকের খলনায়ক সজীব তাহের।
* জ্বালাইয়া প্রেমের বাত্তি
‘তুমি আমার’ ছবির গান। শিল্পী কুমার বিশ্বজিৎ। স্টাইলিশ নায়ক সালমান শাহ-র অনবদ্য স্টেজ পারফরম্যান্সের গান। তাঁর আধুনিক ফ্যাশন সচেতন উপস্থিতি গানটির প্রাণ।
* তুমি আমার হৃদয়ে যদি থাকো
‘হৃদয় আমার’ ছবির জনপ্রিয় গান। স্টেজ পারফরম্যান্স অল্প একটু ছিল তারপরেও অসাধারণ লেগেছে আমিন খান-কে।
* কথা যদি শুরু করি
‘চাঁদনী রাতে’ ছবির গান। শিল্পী সাবিনা ইয়াসমিন। এক সময়ে ‘অনুরোধের আসর গানের ডালি’-র নিয়মিত বাজানো গান। শাবনূর স্টেজ পারফরম্যান্স করে। প্রথম ছবিতে তার এ পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো।
* তোমায় দেখলে মনে হয়
‘বিয়ের ফুল’ ছবির গান। শিল্পী এন্ড্রু কিশোর। ২০০০ পরবর্তী বাণিজ্যিক ছবির বহুল জনপ্রিয় গান। স্টেজ পারফরম্যান্সে শাকিল খান ও শাবনূর থাকে। আউটডোর লোকেশনের দৃশ্যও আছে সম্পূরক হিসেবে। গানের এন্ট্রিতে শাকিল খানকে অসাধারণ লাগে।
* এখনো সে যে এলো না
‘রাক্ষস’ ছবির গান। শিল্পী রিজিয়া পারভীন ও আঁখি আলমগীর। মৌসুমী, নাসরিন ও সহশিল্পী মিলে স্টেজ পারফরম্যান্স হয় গানটিতে। মৌসুমীর প্রাধান্য ছিল বেশি। তার চমৎকার গ্ল্যামার এবং গ্যালারি থেকে পরিচালক শহীদুল ইসলাম খোকনের দর্শক হিসেবে অভিনয় দারুণ ছিল। গানের কথা ও সুর অসাধারণ।
* আমি এক ডিসকো ড্যান্সার
‘ডিসকো ড্যান্সার’ ছবির গান। শিল্পী মাকসুদ। মান্না ও চম্পার হিট গান। দুজনের স্টেজ পারফরম্যান্সে অসাধারণ এক আবহ তৈরি হয়।
* জীবন যতই হোক না ছোট
‘জীবন যতই হোক না ছোট
আশা অনেক বড়’
‘প্রেমের অহংকার’ ছবির গান। শিল্পী বেবী নাজনীন। শাবনূরের অসাধারণ নাচে দেখার মতো স্টেজ পারফরম্যান্স। গানের কথাগুলো মোটিভেশনাল।
* তুমি খুব সাধারণ একটি মেয়ে
‘দুই নয়নের আলো’ ছবির গান। শিল্পী মনির খান। রিয়াজ স্টেজে গান গায় আর দর্শক সামনে দাঁড়িয়ে শোনে। দর্শকের মাঝে শাবনূর, ফেরদৌসও থাকে। মায়াবী সুন্দর গান।
* গাঙ্গের ভিতর ভরা জোয়ার
‘দরদী সন্তান’ ছবির গান। শিল্পী ডলি সায়ন্তনী। পপির সেরা স্টেজ পারফরম্যান্স সং। অসাধারণ নাচ ছিল।
* একটা শুধু প্রশ্ন আমার
‘একটা শুধু প্রশ্ন আমার
দেয় না রে কেউ জবাব
এই বাংলা থেকে কবে যাবে
গরিব দুখীর অভাব’
‘প্রতিশোধের আগুন’ ছবির গান। শিল্পী আগুন। মিনিংফুল ও রিয়েলিস্টিক লিরিকের গান। স্টেজ পারফরম্যান্সে সোহেল চৌধুরী ও ইলিয়াস কাঞ্চন অংশ নেয়। গানটিতে দেশের সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট এমনভাবে বলা হয়েছে যে আজকের দিনেও তা প্রাসঙ্গিক।
* তোমাদের এই খুশির আসর
‘রাঙ্গা ভাবী’ ছবির গান। শিল্পী রুনা লায়লা। শিশুশিল্পী মাস্টার টাপু গায় গানটি। ভাবী শাবানার সংসার রক্ষা করতে আলমগীরের দৃষ্টি খুলে দিতে গানটি গায়। টাচি গান।
* মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে
‘বেপরোয়া’ ছবির গান। শিল্পী বেবী নাজনীন। এক শিশুশিল্পী মঞ্চে গানটি গায়। খুবই মিনিংফুল গান।
* মনে আগুন জ্বলে
‘মনে আগুন জ্বলে
চোখে কেন জ্বলে না,
চোখেতে সাগর আছে
আগুন যে তাই ধরে না’
‘অগ্নিসাক্ষী’ ছবির গান। শিল্পী রুনা লায়লা। শাবানা স্টেজে অশ্রুভরা চোখে গানটি গায়। নিজের মনের চাপা বেদনা ফুটিয়ে তোলে গানটিতে।
* ভালোবাসব বাসব রে বন্ধু
‘হৃদয়ের কথা’ ছবির গান। শিল্পী হাবিব। সুপারহিট গান। হাবিবের প্রথম প্লেব্যাকে রিয়াজের লিপে জনপ্রিয় গান। গানটিতে রিয়াজ স্টেজে থাকে আর দর্শকসারিতে ফোকাস পায় পূর্ণিমা। আউটডোর স্যুটও আছে।
* যার হাসিতে ফোটে রে ফুল
‘ভালোবাসি তোমাকে’ ছবির গান। শিল্পী এন্ড্রু কিশোর। রক ধাঁচের এ গানে রিয়াজ স্টেজ পারফরম্যান্স করে। খুব এনার্জিটিক পারফরম্যান্স ছিল। গানে অজানা প্রেমিকাকে খোঁজ করে সে।
* চতুর্দোলাতে ঘুমিয়ে আমি
‘চতুর্দোলাতে ঘুমিয়ে আমি
ঘুমন্ত এক শিশু,
ঘুমায় আদম ঘুমায় হাওয়া
মোহাম্মদ আর যীশু’
‘মাটির ঠিকানা’ ছবির গান। শিল্পী গুরু জেমস। জেমসের ছবির গানের মধ্যে অন্যতম সেরা। ছবির গল্পে শাকিব খান পাপ করে মারা যায় পরে তার পরকালের বিচারের একটা প্রতীকী উপস্থাপন করা হয়। তার আত্মা ঘুরে বেড়ায় ক্ষমা চেয়ে। সেই আবহটা জেমস স্টেজ পারফরম্যান্সে তুলে ধরে। রিয়েলিটি ও ফ্যান্টাসির যোগফলে গানটি তৈরি।
* চোখেতে চোখ রেখে দিলকে চিনে নাও
‘দিল’ ছবির গান। শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। নাঈম-শাবনাজ জুটির অসাধারণ স্টেজ সং।
* যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
‘যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
ঘরে ঘরে যুদ্ধ,
প্রেমের ককটেল ফুটছে
প্রেমিক-প্রেমিকা ছুটছে
ভাই ভাই বোন বোন পিতা মাতা সন্তান
তালে গোলে বেসামাল যুদ্ধ’
‘ঘরে ঘরে যুদ্ধ’ ছবির গান। শিল্পী রুনা লায়লা। শাবনাজের অসাধারণ একটি স্টেজ সং। গানে গানে দেশের পারিবারিক বন্ধনের অবনতি ও বাস্তবতা তুলে ধরা হয়েছে। খুবই মিনিংফুল।
* কে তুমি বলো মায়াবিনী
‘শেষ সংগ্রাম’ ছবির গান। শিল্পী এন্ড্রু কিশোর ও রুনা লায়লা। মান্না-চম্পা জুটির সুন্দর রোমান্টিক গান। গানটি স্টেজে দুজন গায় আর সাথে থাকে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার।
* নামটা তোমার জানা হলো না
‘তোমার জন্য ভালোবাসা’ ছবির গান। শিল্পী নচিকেতা। গানটি ছিল নচিকেতার ঢালিউডি ছবিতে প্রথম প্লেব্যাক। গানে আমিন খান স্টেজ পারফরম্যান্স করে আর দর্শকসারিতে ফোকাস হতে থাকে পপি।
* সাহেব আছে ও বিবি আছে
‘মহা গ্যাণ্ঞ্জাম’ ছবির গান। শিল্পী রুনা লায়লা। ববিতার চোখ ধাঁধানো স্টেজ সং। অসাধারণ কথা ও সুরের গান। ছবির গল্পে মাহমুদ কলি তার মায়ের হার নিয়ে আসে জুয়া খেলতে আর স্ত্রী ববিতা সেটা উদ্ধার করতে আসে অন্য বেশে।
* তোমরা যাদের মানুষ বলো না
‘স্নেহের প্রতিদান’ ছবির গান। শিল্পী এন্ড্রু কিশোর। ইলিয়াস কাঞ্চন স্টেজে গানটি গায় মূল শিল্পী না আসায়। শিল্পী না আসাতে হল ভাংচুর করতে চায় দর্শক তখন কর্মচারী কাঞ্চন গানটি ধরে।
* বিলাতের কোট টাই
‘বিলাতের কোট টাই
শার্ট প্যান্ট পরি
মনটা আমার বাংলাদেশী’
‘দুর্নাম’ ছবির গান। শিল্পী এন্ড্রু কিশোর। অসাধারণ গান। বিদেশী স্টেজে বিদেশী সাজে স্বদেশী মনের গানটি গায় ইলিয়াস কাঞ্চন।
* তোমাদের গীতিময় পৃথিবীতে
‘উচিত শিক্ষা’ ছবির গান। শিল্পী রুনা লায়লা। চোখ ধাঁধানো গ্ল্যামারে ববিতার অন্যতম সেরা স্টেজ সং।
* বাজে তাকদুম তাকদুম
‘মহা মিলন’ ছবির গান। শিল্পী আগুন ও রিজিয়া পারভীন। সালমান শাহ-শাবনূর কলেজ ফাংশনে গানে গানে নারী-পুরুষের বৈশিষ্ট্য, অভ্যাস নিয়ে বলে। বেশ মজার গান।
* গান যদি জীবনের মতো হয়
‘কত যে আপন’ ছবির গান। শিল্পী আঁখি আলমগীর। সুচরিতার লিপে স্টেজ সং। গানটি জীবনমুখী।
* মন না জেনে কারো সনে
‘ফুলশয্যা’ ছবির গান। শিল্পী কুমার বিশ্বজিৎ। মান্না-র ক্যামিও রোলে করা স্টেজ পারফরম্যান্স সং। নায়করাজ রাজ্জাক গানের দর্শক। গানটিতে মান্না-র লুক একদম আলাদা ছিল।
* আজ পাশা খেলব রে শাম
‘প্রেমের স্মৃতি’ ছবির গান। শিল্পী রুনা লায়লা ও সেলিম চৌধুরী। মান্না ও অরুণা বিশ্বাস একটি ফাংশনে স্টেজ পারফরম্যান্স করে। দর্শকসারি থেকে দেখে চম্পা। এনজয়অ্যাবল গান।
* বৃষ্টিতে দাঁড়িয়ে ছিলাম
‘প্রতারক’ ছবির গান। শিল্পী রুনা লায়লা। নূতনের স্টেজ সং। গানটিতে তার হারানো ভালোবাসার খোঁজ করার কথা আছে। অসাধারণ গান।
* হ্যাপি হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল
‘ডার্লিং’ ছবির গান। শিল্পী সাবিনা ইয়াসমিন। নতুন বছরের শুভেচ্ছা জানানোর মতো গান সাথে জীবনদর্শনও। অলিভিয়া, শর্বরী, জুলিয়া তিনজনের লিপে হয় গানটি। স্টেজে এ তিনজনসহ বুলবুল আহমেদকেও দেখা যায়।
* গুডবাই লাস্ট ইয়ার
‘ম্যাডাম ফুলি’ ছবির গান। শিল্পী ডলি সায়ন্তনী। সিমলা-র স্টেজ সং। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানোর গান।
* দুই দিনেরই দুনিয়া
‘গরিবের রাণী’ ছবির গান। শিল্পী রুনা লায়লা ও আগুন। মৌসুমী-ওমর সানী
জুটির স্টেজ সং। গানের রিদমটা অসাধারণ।
* শোনো মেয়ে
‘ভালোবাসার ঘর’ ছবির গান। শিল্পী খালিদ হাসান মিলু। অমিত হাসান ও পপির স্টেজ সং। দর্শকসারিতে ফোকাস হয় মিশা সওদাগর। গানের কথা, সুর ও মিলু-র গায়কী অসাধারণ।
* নদী চায় চলতে
‘না বোলো না’ ছবির গান। শিল্পী সামিনা চৌধুরী। সিমলা-র আরো একটি অসাধারণ স্টেজ সং। সেতারের সাথে বৈঠকী চালে সিমলা-র লিপে গানটি মায়াবী সুন্দর।
* ভালোবাসা সর্বনাশা
‘মাটির ফুল’ ছবির গান। শিল্পী কনক চাঁপা ও বিপ্লব। শাবনূর প্রথমত গানটি স্টেজ থেকে শুরু করে তারপর স্টেজের অন্য কিছু লোকেশনে রিয়াজের সাথে গানটি পূর্ণ হয়। গানের কথাগুলো জীবনমুখী।
* রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে
‘শেষ ঠিকানা’ ছবির গান। শিল্পী রিজিয়া পারভীন ও আগুন। মিশা সওদাগর ও কাঞ্চির স্টেজ সং। দারুণ গান। কাঞ্চির সাথে মিশার নাচ অবাক করবে।
* এই শহরে আমি যে এক আওয়ারা
‘আওয়ারা’ ছবির গান। নায়করাজ রাজ্জাকের স্টেজ সং। স্মাগলার রাজ্জাকের ছন্নছাড়া জীবনে এনজয় করার গান।
* একদিন ছুটি হবে
‘ছুটির ঘণ্টা’ ছবির গান। মাস্টার সুমন ও তার সহশিল্পীদের নিয়ে স্টেজ সং। গানটি নস্টালজিক করবে দর্শককে। ব্যস্ত জীবনে অবসরের আশায় থাকা মানুষের জন্য গানটি মহৌষধ।
* তুমি এলে সমুখে
‘তুমি এলে সমুখে
তোমাকে দেখে দেখে,
হৃদয়ের কথা মুখে
বলা হলো না’
‘ভাইবন্ধু’ ছবির গান। শিল্পী এন্ড্রু কিশোর। জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, সুনেত্রা তিনজনের স্টেজ পারফরম্যান্স সং। গানের কথা, সুর, গায়কী অনবদ্য।
* আপনা হাত জগন্নাথ
‘আপনা হাত জগন্নাথ
কে কারে ভাবে রে,
পরের মাথায় কাঁঠাল ভেঙে
নিজেই ভাবে খাবে রে’
‘ভাইবন্ধু’ ছবির গান। শিল্পী এন্ড্রু কিশোর। মিউজিক্যাল এ ছবির অসাধারণ আরেকটি স্টেজ সং। ইলিয়াস কাঞ্চন, সুনেত্রার পারফরম্যান্স। গানটি বাস্তবসম্মত।
* আমরা সূর্যটা কেড়ে এনেছি
‘এখনো অনেক রাত’ ছবির গান। শিল্পী আগুন। আগুন নিজেই অভিনয় করেছে ছবিতে এবং স্টেজ সংটিতে। গানে দেশ স্বাধীনের পর স্বাধীনতার আনন্দ উদযাপন ফুটে ওঠে।
* বন্ধু আমার থাকে রে লন্ডন
‘প্রিয়শত্রু’ ছবির গান। শিল্পী রুনা লায়লা। দিতির স্টেজ সং। স্টেজে দিতি গায় আর দর্শকসারিতে প্রসেনজিৎ খুনসুটি করে। দারুণ গান।
* আমি যে আগুন পানি
‘বাঘিনী কন্যা’ ছবির গান। শিল্পী রিজিয়া পারভীন। মৌসুমীর স্টেজ সং। প্রতিশোধের নেশায় ইমেজ বদলে শত্রুকে বোকা বানাতে থাকে গানে গানে।
* আমি মিস ডায়না
‘মিস ডায়না’ ছবির গান। মৌসুমীর লেডি অ্যাকশন ছবির মধ্যে অন্যতম এ ছবির গান। প্রতিশোধের নেশায় একইভাবে ইমেজ পাল্টে শত্রু রাজিবকে বোকা বানানোর গান।
* পাস্ট ইজ পাস্ট
‘প্রাণের মানুষ’ ছবির গান। শিল্পী এন্ড্রু কিশোর ও মনির খান। কলেজ ফাংশনে ফেরদৌস ও শাকিব খান স্টেজে পারফর্ম করে এ গানে আর দর্শকসারিতে শাবনূর মুখ ভেংচায় তাদেরকে।
* আমার একলা জীবন
‘আমার প্রাণের প্রিয়া’ ছবির গান। শিল্পী হৃদয় খান। শাকিব খানের স্টেজ সং। অসাধারণ ছিল।
* ভালোবাসা দাও ভালোবাসা নাও
‘ছুঁয়ে দিলে মন’ ছবির গান। শিল্পী হাবিব। আরিফিন শুভ-র স্টেজ সং। স্টেজ থেকে শুরু হলেও আউটডোর লোকেশন আছে ভিন্নমাত্রা যোগ করতে।
* লজ্জাবতী
‘দবির সাহেবের সংসার’ ছবির গান। মাহিয়া মাহীর চমৎকার স্টেজ সং। এ ধরনের গানে তার ভালো দখল আছে।
* নেশায় নেশায় এ মন তোকে চায়
‘অগ্নি’ ছবির গান। মাহীর স্টেজ সং। ছবির গল্পে মাহী আরিফিন শুভকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। শুভ খুঁজতে থাকে নাইট ক্লাবে।
* কালিয়া
‘মাটির ঠিকানা’ ছবির গান। শিল্পী মিলা। মিলা নিজেই গানটিতে স্টেজ পারফর্ম করে। সাথে যোগ দেয় শাকিব খান। খুবই এনজয়অ্যাবল।
* দিদার দে
‘মন ছুঁয়েছে মন’ ছবির গান। শিল্পী প্রতীক হাসান। প্রতীক হাসান নিজেই স্টেজ পারফর্মে অভিনয় করেছে গানটিতে। রিয়াজ থাকে দর্শকের মাঝে।
* আমি ডানা কাটা পরী
‘রক্ত’ ছবির গান। পরীমণির স্টেজ সং। রূপের বর্ণনায় নায়িকার ইমেজ তুলে ধরার গান। নাচেগানে ভরপুর।
* ম্যাজিক মামনি
‘অগ্নি-২’ ছবির গান। মাহীর আরেকটি হিট স্টেজ সং। যদিও বর্তমান সময়ের চাহিদায় একে আইটেম সং বলে।
* লাল লিপস্টিক
‘আমি নেতা হবো’ ছবির গান। মীমের স্টেজ সং। গ্ল্যামার, নাচে, গানে এনজয় করার মতো গান।
* চুমুকে চুমুকে করো পান
‘ভালোবাসা এমনই হয়’ ছবির গান। মীমের আরেকটি নহর কাড়া স্টেজ সং। নাচে তার পারদর্শিতা আছে গানটিতে বোঝা যায়।
* টিকাটুলির মোড়
‘ঢাকা অ্যাটাক’ ছবির গান। বৈঠকী চালে করা দুর্দান্ত স্টেজ সং। গানটিতে সিনেমাহলের সাথে প্রেমের দারুণ গল্প পরিবেশিত হয়েছে। মিমো ও সাণ্ঞ্জু জন ছিল।
দেশের বাণিজ্যিক ছবির সেকাল-একাল ঘাঁটলে অনেক স্টেজ পারফরম্যান্স সং পাওয়া যায়। তার মধ্য থেকে কিছু গান তালিকাভুক্ত করে পরিবেশন করা হলো। তালিকাটি থেকে অনেকেই এ ধরনের গান সম্পর্কে জানবে। আরো নিত্যনতুন দেখার ও শোনার মতো ভালো মানের স্টেজ পারফরম্যান্স সং হোক।