স্বার্থান্বেসি মহলের হাতে বন্দি আমাদের চলচ্চিত্র !!
স্বার্থান্বেসি একটা মহলের কারনে আমাদের চলচ্চিত্র বন্দি হয়ে আছে অযোগ্য কিছু মানুষের হাতে, বাংলাদেশে কি মৌলিক গল্পের অভাব আছে ? নিজেরা পারছেন না তবুও অর্থ এবং সম্মানের লোভে ছোটলোকের মতো আর কতোদিন যায়গা দখল করে রাখবেন তা আমার জানা নেই, তাদের জন্যই আমাদের সিনেমা আজও উন্নতির অন্তরায় রয়েছে, আজকে ইন্ডিয়ান সিনেমা আমদানি করার পিছনে তারাও অনেকাংশে দায়ী !! তাদের বস্তাপঁচা সিনেমা দেখতে আমাদের দর্শক সিনেমা হলে যাচ্ছেন না !!!
সুখের কথা ধীরে ধীরে আমরা সবাই ভালো চলচ্চিত্র নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছি, মুখ ফিরিয়ে নেয়া তরুণ সমাজ আবারো ঝুঁকেছে বাংলা চলচ্চিত্রের দিকে, পরিবারের সবাইকে সাথে নিয়ে দেখার মতো সিনেমাও তৈরী হচ্ছে….
এখন সময় শুধু নিজেদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, চলুন সবাই হাতে হাত রেখে বাংলা চলচ্চিত্রের সুদিনের দিকে ছুটে চলি…. হয়তো আরেকটা জীবন থেকে নেয়া, মুখ ও মুখোশ, সূর্য দীর্ঘল বাড়ী, এমিলের গোয়েন্দা বাহিনী, সারেং বউ, সাত ভাই চম্পা, সীমানা পেরিয়ে, বেদের মেয়ে জ্যোৎস্না, রূপালী সৈকতে, মাটির ময়না অথবা ছুটির ঘন্টার মতো চলচ্চিত্র আমাদের জন্য অপেক্ষা করে আছে খুব সামনেই….