হরিযূপিয়া আসছে মার্চের শেষ সপ্তাহে
২০১৪ সালে মুক্তি পেয়েছিল গোলাম মোস্তফা শিমুলের প্রথম চলচ্চিত্র অনুক্রোশ। মার্চের শেষ সপ্তাহে তিনি আবার বড়পর্দায় হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন মৌলিক গল্পের সিনেমা হরিযূপিয়া নিয়ে।
শত শত বছর আগে হরপ্পায় যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সে কারণে হরপ্পার আরেকটি পরিচয় ছিল হরিযূপীয়া। বিশেষ কাঠের ফাঁকে প্রাণীর গলা ঢুকিয়ে তাকে বলি দেওয়া হয়। আর যূপীয়া বলির স্থান নির্দেশ করে। তাদের কাহিনী নিয়ে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য ছবি ‘হরিযূপীয়া’।
ঢাকা, নওগাঁ ও পাবনার বিভিন্ন জায়গায় দৃশ্যায়িত ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, মাহমুদুল ইসলাম মিঠু, কাজী রাজু, রিয়াজ মাহমুদ জুয়েল, সাব্বির আহমেদ, বীথি রানী সরকার, পাভেল ইসলাম, জুনায়েদ হালিম, শফিউল আলম বাবু, নাফিজা ইসলাম নাফা প্রমুখ।
ছবিটির প্রযোজক ফরিদুর রেজা সাগর। আগামী ২৭ মার্চ ছবিটি মুক্তি দেয়া হবে। গত ছবিটি ২৭ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
সূত্র: বাংলানিউজ২৪.কম