Select Page

হুমায়ূন আহমেদ স্মরণে ছোটপর্দার আয়োজন

হুমায়ূন আহমেদ স্মরণে ছোটপর্দার আয়োজন

ha_ws_2আজ হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দেশের কয়েকটি টিভি চ্যানেলে রয়েছে তাকে স্মরণ করে নানা আয়োজন।

এসবের মধ্যে চ্যানেল আইয়ের চারদিনের বিশেষ অনুষ্ঠানমালায় আজকের পুরোদিন সাজানো হয়েছে  হুমায়ূন আহমেদ স্মরণে। এ ধারাবাহিকতায় সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদ স্মরণে গানে গানে সকাল শুরু। অনুষ্ঠানে গান করবেন এস রেজওয়ানা চৌধুরী বন্যা। ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ‘বিশেষ তৃতীয় মাত্রা’। বেলা ১টা ৫ মিনিটে রয়েছে ‘এবং সিনেমার গান’। বেলা ২টা ৪০ মিনিটে দেখানো হবে বিশেষ টেলিফিল্ম ‘নীমফুল’। এটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদ স্মরণে ‘খুদে গানরাজ’ অনুষ্ঠানটি প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বিশেষ আলোখ্যানুষ্ঠান প্রচার হবে রাত ১১টা ৩০ মিনিটে।

এটিএন বাংলায় দুপুর ১২টা ৫ মিনিটে রয়েছে হুমায়ূন আহমেদের গান নিয়ে অনুষ্ঠান ‘চাঁদনী পসর’। এতে গান গাইবেন সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও বারী সিদ্দিকী।

বাংলাভিশনে প্রচার হবে সরাসরি বিশেষ অনুষ্ঠান ‘নয়ন সমুখে তুমি নাই’। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব ড. ইনামূল হক ও জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। তারা স্মৃতিচারণ করবেন হুমায়ূন আহমেদকে নিয়ে এবং দর্শকরা ফোন করে অতিথিদের সঙ্গে কথা বলতে পারবেন। শামীম শাহেদের উপস্থাপনা ও আরিফ হোসেনের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ সকাল ১০টা ১০ মিনিটে। বিশেষ অনুষ্ঠান ‘দুই হুমায়ূন’ প্রচার হবে দুপুর ১টা ৫ মিনিটে। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ বিভিন্ন ঘটনা, নানা জানা-অজানা কথা বলার পাশাপাশি নুহাশ পল্লীর বিভিন্ন গাছপালা দেখিয়ে সেসব গাছের কাজ ও সংগ্রহ করার গল্প জানিয়েছেন। এছাড়া বিশেষ ‘দিন প্রতিদিন’-এ অতিথি তার ছোট ভাই আহসান হাবীব। তিনি তার বড় ভাইকে নিয়ে বিভিন্ন স্মরণীয় ঘটনা স্মৃতিচারণ করেছেন। প্রসূন বড়ুয়া ও খায়রুল বাবুই-এর প্রযোজনায় ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে।

বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। আজ সকাল ৯টায় প্রচার হবে হুমায়ূন আহমেদের নাটক সিনেমার গান এবং গানের অন্তরালের কথা নিয়ে অনুষ্ঠান ‘ হুমায়ূননামা’। এতে অতিথি হিসেবে থাকবেন সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি, সেলিম চৌধুরী এবং সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু। অভিনেত্রী তানিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। বেলা ২টা ৩০ মিনিটে থাকছে হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার ‘মিসির আলীর সঙ্গে একদিন’। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘স্মরণে আসে তোমায়’। এতে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করবেন তার অধিকাংশ বইয়ের প্রকাশক মাজহারুল ইসলাম ও নিকটজন শাকুর মজিদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।

বৈশাখী টেলিভিশনের স্টুডিও লাইভ কনসার্ট ‘সময় কাটুক গানে গানে’। এ অনুষ্ঠানে আজ গান গাইবেন শিল্পী সুবীর নন্দী। তিনি হুমায়ূন আহমেদের সিনেমায় অনেক গান গেয়েছেন। এ ছাড়াও তিনি হুমায়ূন আহমেদকে নিয়ে তার স্মৃতি রোমন্থন করবেন। দর্শকরাও সরাসরি ফোনে অনুরোধে শুনতে পাারবেন তাদের পছন্দের গান। ইসলাম শফিকের প্রযোজনায় সময় কাটুক গানে গানের উপস্থাপনায় থাকবেন ফারহানা নিশো। প্রচার হবে আজ রাত ১১টা থেকে বেশাখী টেলিভিশনে।

দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গান’। হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এ অনুষ্ঠানে গান গাইবেন সেলিম চৌধুরী। প্রচার হবে রাত ১১টা ৪৫ মিনিট থেকে ৩টা পর্যন্ত। মনো আলমের প্রযোজনায় এ অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন ৮৩৩২৫০৯ বা  ৮৩৩২৭৫৪ এ নাম্বারে ফোন করে।

সুত্র: মানবজমিন


Leave a reply