
হৃদয়ছোঁয়া গানে প্রচার শুরু ‘সাবা’র
পরিচালক মাকসুদ হোসাইনের প্রথম সিনেমা ‘সাবা’। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও রোকেয়া প্রাচী; সঙ্গে আছেন মোস্তফা মনওয়ারসহ অন্যরা।

একাধিক উৎসব ঘুরে এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সম্প্রতি একটি লিরিক্যাল ভিডিও প্রকাশের মাধ্যমে দর্শকদের সামনে আনুষ্ঠানিক প্রচারের সূচনা করে টিম ‘সাবা’।
সিনেমাটির গল্প মা ও মেয়ের সম্পর্ক ঘিরে। নন্দিতার কণ্ঠে এ সম্পর্ক ঘিরে হৃদয়ছোঁয়া ‘দেখা হবে’ শিরোনামের গান দর্শকদের সঙ্গে ভাগাভাগি করছে সাবা। এবং সব মায়েদের উৎসর্গ করা হয়েছে গানটি। তবে এনিমেশন ভিডিওতে গানের গীতিকার, সুরকার বা কণ্ঠশিল্পীর নাম উল্লেখ নেই; সেই খামতি চোখে পড়ে।
দেখা হবে শুনতে ক্লিক করুন
এর আগে ‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়ে মেহজাবীনের। তবে সিনে ক্যামেরার সামনে তিনি প্রথমবার ‘সাবা’র জন্যই দাঁড়ান। এরপর বিভিন্ন উৎসব ঘুরে দেশে পৌঁছাতে গিয়ে এটি হতে যাচ্ছে দ্বিতীয়বার বড়পর্দায় উপস্থিতি।
নির্মাতা মাকসুদ হোসাইন বলেন, ‘গত বছর টরন্টো দিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল। আমাদের সেই ধারাবাহিকতায় এবারও ইউরোপের কয়েকটি উৎসবে সিনেমা অংশ নেয় ও প্রশংসিত হয়। প্রায় দেড় বছর ধরে সিনেমাটি নিয়ে উৎসব কর্তৃপক্ষ ও সমালোচকদের কাছ থেকে সাড়া পাচ্ছি। কিন্তু সিনেমাটি নিয়ে দেশের দর্শকদের আগ্রহ ছিল। আমরা খুব শিগগির দেশে মুক্তি দেব। এটা এই সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
যৌথভাবে ৯০ মিনিটের ‘সাবা’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান। পরিচালক মাকসুদ হোসেনেরও এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রায় দুই দশক ধরে প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন, বিজ্ঞাপনচিত্র পরিচালনা করেছেন মাকসুদ। এখন তিনি ব্যস্ত নিজের দ্বিতীয় সিনেমা ‘বেবিমুন’–এর কাজ নিয়ে।