Select Page

হয়ে গেল তৌকীরের নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’র মহরত

হয়ে গেল তৌকীরের নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’র মহরত

সম্প্রতি ঘোষিত জাতীয় পুরস্কারে শ্রেষ্ট চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’। এবার হলো পরের ছবির মহরত, নাম ‘স্ফুলিঙ্গ’।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে নির্মিতব্য ছবিটির কাহিনি একটি ব্যান্ড দলকে নিয়ে। তৌকীর আহমেদের ভাষ্যে, ‘আজকের তারুণ্য ও মুক্তিযুদ্ধের সময়কার তারুণ্য তুলে ধরা হবে ছবিতে’।

৯ ডিসেম্বর রাতে রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত মহরত অনুষ্ঠানে ছবিটির ঘোষণা দেন তৌকীর আহমেদ।

ছবিটির প্রেক্ষাপট ও বিষয় নিয়ে নির্মাতা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সিনেমাটি নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধুর কর্মজীবন, তার আদর্শ এবং তিনি যে জাতির স্থপতি – বিষয়টি আরেকবার তরুণ সমাজের কাছে তুলে ধরতে চাই।

ছবিতে আছেন পরী মনি। তিনু জানান, ব্যান্ড দল নিয়ে গল্প হলেও তিনি ব্যান্ডের সদস্য থাকেন না। এ ছবিতে তার চরিত্রে অতীত ও বর্তমানের দুটো ভাগ রয়েছে।

১১ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে ‘স্ফুলিঙ্গ’র। ছবিটি আগামী মার্চ মাসে মুক্তির পরিকল্পনা তৌকির আহমেদের।

মহরত অনুষ্ঠানের এক ফাঁকে গান পরিবেশন করেন পিন্টু ঘোষ। তার কণ্ঠে ‘দূরে রাখা ভোর তোমার নামে’ শিরোনামের গান মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন প্রযোজিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন পরী মনি, জাকিয়া বারী মম, রওনক হাসান, শ্যামল মাওলা, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, আবুল হায়াতসহ অনেকে। ছবিতে ব্যান্ড দলের সদস্য হিসেবে সত্যিকারের ব্যান্ডদলের সদস্যরা অভিনয় করবেন।


Leave a reply