Select Page

১০ কোটি টাকার টিকিট বিক্রি ‘জংলি’র

১০ কোটি টাকার টিকিট বিক্রি ‘জংলি’র

ঈদুল ফিতরে মুক্তি পেয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছে এম রাহিম পরিচালিত ‘জংলি’। শুরুতে ডজন খানেকের মতো পর্দা পেলেও কয়েক সপ্তাহে তিন গুণ ছাড়িয়ে যায়। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো সাড়া পেয়েছে। উত্তর আমেরিকায় লাখ ডলারের টিকিটও বিক্রি হয়েছে।

এর প্রযোজনা প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র জানিয়েছে, মুক্তির সাত সপ্তাহের বেশি পেরিয়ে সিয়াম আহমেন, নৈঝতা ও শবনম বুবলি অভিনীত ‘জংলি’র টিকিটর বিক্রি হয়েছে ১০ কোটি টাকার বেশি। যাকে কিনা গ্রস আয় বলা হয়। তবে এর মধ্যে প্রযোজকের পকেটে কী পরিমাণ অর্থ গেছে, তা স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত যে প্রেক্ষগৃহ থেকে বাজেট তুলে আনতে পেরেছে ‘জংলি’, যা বাংলাদেশের ভঙ্গুর ইন্ডাস্ট্রিতে একটি সাফল্য।

‘জংলি’র গ্রস আয় প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার অভি কথাচিত্র বলেছে, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, ওভারসিজ, কর্পোরেট শো- সব মিলিয়ে এখন পর্যন্ত জংলির গ্রস কালেকশন প্রায় ১০ কোটি ৩ লাখ টাকা।

আরো বলা হয়, ‘এক অভূতপূর্ব জংলিম্যানিয়ার সাক্ষী হলাম আমরা। ঢাকা থেকে লন্ডন, রংপুর থেকে টেক্সাস- পরিবার নিয়ে হলে ছুটেছেন সবাই, আবেগাপ্লুত হয়েছেন।’


Leave a reply