১০ হলে ‘নোনা জলের কাব্য’ ও তৃতীয় সপ্তাহে ‘রেহানা’র ৭ হল
শুক্রবার দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘নোনা জলের কাব্য’। অভিনয় করেছেন তিতাস জিয়া, ফজলুর রহমান বাবু, তাসনোভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, ইকবাল হোসেন, অশোক বেপারী, দুলারি তাহিম প্রমুখ।
একাধিক আন্তর্জাতিক তহবিল জয়ী এ ছবি ফ্রান্স-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। রিবেশনা করছে স্টার সিনেপ্লেক্স।
২০২০ সালের ১৩ অক্টোবর ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট আয়োজিত ৬৪তম লন্ডন চলচ্চিত্র উৎসবে ‘নোনা জলের কাব্য’ প্রথম প্রদর্শিত হয়। পরবর্তীতে বুসান, সিঙ্গাপুর, কলকাতা, গোথেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটলসহ বেশকয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। এ ছাড়া সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রদর্শিত হয়।
ছবিটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা (দুপুর ১২.২০, দুপুর ২.৩০, সন্ধ্যা ৭.৪০), সীমান্ত সম্ভার (দুপুর ২.৪৫, সন্ধ্যা ৭.৩০), এস কে এস টাওয়ার (বিকাল ৩টা, সন্ধ্যা ৭.৪৫) ও সনি স্কয়ার (দুপুর ১২.৩০, বিকাল ৫টা, সন্ধ্যা ৭.১৫) আউটলেটে; ব্লকবাস্টার সিনেমাস (দুপুর ২.৩০, সন্ধ্যা ৬.১০); শ্যামলী (দুপুর ১২.৪০, বিকাল ৩.১৫, সন্ধ্যা ৬টা, রাত ৮টা); চট্টগ্রামের সিলভার স্ক্রীন (প্লাটিনামে বুধবার ছাড়া সপ্তাহের বাকি দিন বিকাল ৫.১৫, শুক্র, রবি ও মঙ্গলবার টাইটানিয়ামে সন্ধ্যা ৭.৩০); সুগন্ধা (দুপুর ১২.৩০, বিকাল ৩.৩০, সন্ধ্যা ৬.৩০); নারায়নগঞ্জের সিনেস্কোপ (সকাল ১১টা, দুপুর ২.৩০, বিকাল ৫টা, সন্ধ্যা ৭.৩০); বগুড়ার মধুবন (শুক্রবারের প্রথম শো বাদে প্রতিদিন দুপুর ১২টা, বিকাল ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা)।
বাংলাদেশ থেকে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’ তৃতীয় সপ্তাহে পেয়েছে ৭টি প্রেক্ষাগৃহ।
ছবিটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা (বিকাল ৩.০৫, সন্ধ্যা ৫.১৫, রাত ৭.৩০), এসকেএস টাওয়ার (দুপুর ১২.৪৫, সন্ধ্যা ৫.৩০), সনি স্কয়ার (বিকাল ৩.১০, রাত ৭.৪৫) ও সীমান্ত সম্ভার (দুপুর ১২.৩০, বিকাল ৫টা) আউটলেটে; ব্লকবাস্টার সিনেমা (দুপুর ১২.১০, বিকাল ৪.৪০, রাত ৭টা); সাভারের সেনা অডিটরিয়াম (সকাল ৯.৩০, দুপুর ১২.৩০, বিকাল ৩.৩০, রাত ৬.৩০, রাত ৯.৩০); চট্টগ্রামের সিলভারস্ক্রিন থিয়েটার (প্লাটিনামে প্রতিদিন ৩টা; শনিবার, সোমবার ও বৃহস্পতিবার টাইটেনিয়ামে সন্ধ্যা ৭.৩০)।
১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।