Select Page

১৫ কোটি টাকা বাজেটের ‘বরবাদ’ নিয়ে ঢাকায় হইচই, জানেন না কলকাতার নায়িকা!

১৫ কোটি টাকা বাজেটের ‘বরবাদ’ নিয়ে ঢাকায় হইচই, জানেন না কলকাতার নায়িকা!

প্রিয়তমা, রাজকুমার ও তুফানের পর ‘দরদ’। এবার ‘বরবাদ’ মিশনে নামবেন শাকিব খান, পরিচালকের আসনে আছেন নাট্য নির্মাতা মেহেদী হাসান হৃদয়। শোনা যাচ্ছে, কলকাতার ইধিকা পালের বিপরীতে অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। তবে শোনা যাচ্ছে, ‘বরবাদ’ নিয়ে ঢাকায় অনেক হইচই হলে খোদ নায়িকাই নাকি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না।

সাধারণ শাকিব খানের সিনেমা শুরুর আগে নানান ধরনের গুজব-গুঞ্জনে সয়লাব থাকে সংবাদমাধ্যম। কোন তথ্য কাকে কে জানিয়েছে তার স্পষ্ট তথ্য পাওয়া যায় না। এ যেমন ‘সিনেমা সংশ্লিষ্টদের’ উল্লেখক করে একাধিক সংবাদমাধ্যম বলছে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। এ সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এতে এমন অ্যাকশন ভায়োলেন্স থাকবে যা নাকি বাংলা সিনেমায় আগে দেখা যায়নি। এসব দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা। এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। এছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা।

এতো গেল বাংলাদেশের মিডিয়ায় ভেসে থাকা খবর। ওদিকে কী বলছেন কলকাতার আনন্দবাজার পত্রিকা। ‘বরবাদ’ প্রসঙ্গে জানতে চাইলে ইধিকা পালের জবাব, ‘আমিও তেমনটাই শুনছি। তবে আমায় এখনও অনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।’

প্রতিবেদনে আরো বলা হয়, শাকিব বাংলাদেশের। ইধিকা ভারতীয়। বাংলাদেশে শুটিং হলে নায়িকা কি বর্তমান পরিস্থিতিতে ভিসা পাবেন? শোনা যাচ্ছে, এই সমস্যা এড়াতে ছবির বেশি অংশের শুটিং হবে এ পার বাংলায়। সেটা হলে শাকিব স্বচ্ছন্দে শুটিং করতে পারবেন। কারণ, অধিকাংশ সময় তিনি লন্ডনে থাকেন। সে ক্ষেত্রে তার ভারতে আসার ভিসা পেতে সমস্যা হবে না।

অবশ্য কলকাতার পত্রিকায় প্রায়শ বাংলাদেশ সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছাপানো হয়। এই যেমন এখানে আনন্দবাজার পত্রিকা বলছে, শাকিব বেশির ভাগ লন্ডনে থাকেন। অথচ এ নায়ক যুক্তরাষ্ট্রের বাসিন্দা!

শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’র মাধ্যমে বাংলাদেশের অভিষেক হয় ইধিকা। বর্তমানে মুক্তির অপেক্ষা আছেন হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ও শরিফুল রাজের বিপরীতে বিপরীতে অভিনয় ‘কবি’। একই নায়কের সাইফ চন্দনের ‘সাহেব’ করার কথা থাকলে সেটি আর হচ্ছে না, এ ছবির প্রযোজক ছিলেন আরশাদ আদনান।


মন্তব্য করুন