২০১৮-২০১৯ অর্থ বছরে অনুদান পাচ্ছে আট চলচ্চিত্র
২০১৮-২০১৯ অর্থ বছরে সরকারি অনুদান পাচ্ছে ৮টি চলচ্চিত্র। ২৪ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত হওয়া ছবিগুলোর নাম প্রকাশ করা হয়।
পূর্ণদৈর্ঘ্য ছবিগুলোর মধ্যে রয়েছে সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’, মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, আকরাম খানের ‘বিধবাদের কথা’, হোসেন মোবারক রুমীর ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ এবং হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’।
একটি শিশুতোষ চলচ্চিত্রের মধ্যে রয়েছে আবু রায়হান মো. জুয়েলের ‘নসু ডাকাত কুপোকাত’। এছাড়া দুটি প্রামাণ্যচিত্রের মধ্যে রয়েছে হুমায়রা বিলকিসের ‘বিলকিস এবং বিলকিস’ ও পূরবী মতিনের ‘মেলাঘর’।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এরমধ্যে অনুদান হিসেবে ‘নসু ডাকাত কুপোকাত’, ‘বিধবাদের কথা’ ও ‘রাত জাগা ফুল’ প্রতিটি ছবি পাবে ৬০ লাখ টাকা করে। ‘১৯৭১ সেইসব দিন’, ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ও ‘এই তুমি সেই তুমি’- এই তিনটি ছবি পাচ্ছে ৫০ লাখ টাকা করে। আর দুটি প্রামাণ্যচিত্রের জন্য দেওয়া হচ্ছে ৩০ লাখ টাকা করে।
তবে আকরাম খানের ‘বিধবাদের কথা’ ছবিটির নাম পরিবর্তন সাপেক্ষে এবং ‘অন্ত্যেষ্টিক্রিয়া’, ‘১৯৭১ সেইসব দিন’, ‘এই তুমি সেই তুমি’ ছবিগুলোর গল্প /পাণ্ডুলিপি পরিমার্জন /সংশোধন সাপেক্ষে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়।