২০১৯ সালের জন্য বিশ সিনেমা
আগের কয়েক বছরের মতো ঢালিউডের জন্য ২০১৮ সাল ব্যবসায়িকভাবে সুবিধাজনক ছিল না। মন্দা অব্যাহত ছিল। তবে সাম্প্রতিক ধারা অনুসারে ভালো গল্প ও নির্মাণের সিনেমা আশা জাগিয়েছে। প্রচারণায়ও এসেছে নতুনত্ব। দর্শক চেয়েছে নির্মাতা সিনেমার খবর নিয়ে নতুন নতুনভাবে সামনে আসুক।
২০১৮ সালে সিনেমা নির্মাণ কমার পাশাপাশি আগ্রহ জাগানো কিছু প্রজেক্টের খবর পাওয়া গেছে। অবশ্য বছরের শুরুর দিকে বিশটি ছবির তালিকা প্রকাশ করা হলেও বেশির ভাগ মুক্তি পায়নি। সে সব সিনেমা এই বছর মুক্তি পেতে পারে। সেখান থেকে ভিন্ন ভিন্ন ঘরানা ও স্বাদের বিশটি ছবির তালিকা দেওয়া হলো।
তবে হ্যাঁ, সব ছবিই যে মুক্তি পাবে বা গুরুত্বপূর্ণ সিনেমা তালিকা থেকে বাদ পড়েনি এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। মুক্তি প্রতিক্ষীত এ সকল সিনেমার মধ্যে আপনি কোন সিনেমাটি দেখতে আগ্রহী তা জানান ভোটের মাধ্যমে, এই পোস্টের শেষে।
শনিবার বিকেল : আগের বছরও তালিকায় এক নম্বরে ছিল ‘শনিবার বিকেল’ (স্যাটারডে আফটারনুন), কিন্তু মুক্তি পায়নি। ইতোমধ্যে সিনেমাটির ধারণ সম্পন্ন হয়েছে। ফারুকীর উচ্চাভিলাষী ‘আইডেন্টিটি ট্রিলজি’র প্রথম কিস্তি এটি। স্পর্শকাতর বিষয় নিয়ে নির্মিত সিনেমাটির প্রযোজনা করছে বাংলাদেশ-ভারত-জার্মানির প্রতিষ্ঠান। অভিনয়ে আছেন ফিলিস্তিনের অস্কার মনোনয়ন পাওয়া ছবির অভিনেতা ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা।
নোনা জলের কাব্য : রেজওয়ান সুমিতের ‘নোনা জলের কাব্য’ সরকারি অনুদানসহ বিদেশি ফান্ড পেয়েছে। চলচ্চিত্রটি সুমিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘মাই পিক্সেল স্টোরি’ এবং ফ্রান্সের প্রযোজনা প্রতিষ্ঠান এআরএসএএম ইন্টারন্যাশনালের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। অমিতাভ রেজা চৌধুরীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাফ স্টপ ডাউন’ সিনেমাটির সহকারী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তাসনুভা তামান্না, তিতাস জিয়া, অশোক বেপারী, মুকুল রহমান এবং ইকবাল মামুন। যেহেতু অনুদানের সিনেমার মুক্তির টাইম ফ্রেম থাকে আশা করা যায় চলতি বছর মুক্তি পাবে।
মেড ইন বাংলাদেশ : আন্ডার কনস্ট্রাকশনের পর রুবাইয়াত হোসাইন নির্মাণ করলেন ‘মেড ইন বাংলাদেশ’। বাংলাদেশে নারীদের ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা তারই আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প। মূল চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, দীপান্বিতা মার্টিন, মায়াবি মায়া, নভেরা রহমান ও পারভীন পারু। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আগের সিনেমার মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী। রুবাইয়াত যেহেতু ফেস্টিভ্যাল সার্কিটকে গুরুত্ব দেন, তাই বলা যাচ্ছে না- ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে।
ফাগুন হাওয়ায় : ২০১৭ সালের শেষ দিকে ‘হালদা’র মুক্তির পরপরই এ সিনেমার ঘোষণা দেন তৌকীর আহমেদ। প্রেক্ষাপট ভাষা আন্দোলন। টিটো রহমানের গল্প অবলম্বনে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ ও বলিউডের ইয়াশপাল শর্মা। সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারিতে।
জ্যোতিকা জ্যোতির আনটাইটেলড : না, এ ছবির পরিচালক জ্যোতিকা জ্যোতি নন। বেশ গোপনীয়তার মাঝে টেলিভিশনের নামি এক নির্মাতা সিনেমাটি নির্মাণ করছেন। এর আগেও তার ছবি প্রশংসিত হয়েছে। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন জ্যোতিকা জ্যোতি ও মেধাবী কিছু মুখ। ইতিমধ্যে অনেকটা দৃশ্যায়ন শেষ হয়েছে।
ইতি তোমারই ঢাকা : রাজধানী ঢাকাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের অ্যান্থলজি মুভি ‘ইতি, তোমারই ঢাকা’ নির্মাণ করেছেন ১১ জন নির্মাতা। তারা হলেন আবদুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মো. রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান ও সৈয়দ আহমেদ শাওকী। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার বুসান উৎসবে সিনেমাটির প্রদর্শনী হয়েছে।
প্রজেক্ট অমি : প্রথম সিনেমা ‘উধাও’ দিয়ে প্রশংসা পান অমিত আশরাফ। তার এখনকার ব্যস্ততা দ্বিতীয় সিনেমা ‘প্রজেক্ট অমি’ নিয়ে। ফিউচার সাই-ফাই ঘরানার সিনেমার অল্প কিছু কাজ করেও ফেলেছেন। পুরোদমে শুরু করবেন আসছে বছরের ফেব্রুয়ারি অথবা মার্চে। এই ছবিতে বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশকে ভবিষ্যতের রূপে দেখা যাবে। ছবির ঘটনার অনেক কিছুই ঘটবে একটি পরিত্যক্ত জাহাজে। অমিত বলেন, ‘ফিউচার সাই-ফাই থ্রিলার ছবি বা সাইবারপ্রাংক ধরনের সিনেমা আমার জানামতে এখনো হয় নাই বাংলাদেশে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের প্রভাব থাকবে সিনেমায়। আমার এই সিনেমার সব চরিত্রে মানুষই অভিনয় করবে, শুধু একটি চরিত্রকে দেখা যাবে ভার্চুয়াল।’
ঊনপঞ্চাশ বাতাস : নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র। অভিনয়ে শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। ব্যতিক্রমধর্মী প্রচারণা ভিডিও ও পোস্টার প্রকাশ হয়েছে। তবে ছবিটির গল্প সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
রাস্তা : রায়হান রাফী-জাজ মাল্টিমিডিয়া-সিয়াম আহমেদ-পূজা চেরি দুই সিনেমা দিয়ে ভালোই ফর্মে আছে। এবার তৃতীয় সিনেমার পালা। আরও থাকছেন রোশান। আন্ডারওয়ার্ল্ডের গল্পে সিনেমাটি শুটিং ফ্লোরে গড়াবে কয়েক মাসের মধ্যে। তবে নাম ‘রাস্তা’ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ফ্রি : বছরের শেষ দিকে অল্প প্রচারণা ও হল নিয়ে মুক্তি পায় তানিম রহমান অংশুর প্রথম সিনেমা ‘স্বপ্নের ঘর’। হরর কনটেন্ট দিয়ে এ নাট্য ও মিউজিক ভিডিও নির্মাতা প্রশংসা পেয়েছেন। বর্তমান স্টার সিনেপ্লেক্সের প্রযোজনায় বানাচ্ছেন সার্ফিংয়ের কাহিনি নিয়ে ‘ফ্রি’। অভিনয় করছেন শরিফুর রাজ ও সুনেরাহ।
ফুড়ুৎ : অভিনয় ও প্রযোজনার বিচারে ২০১৮ সালের সবচেয়ে সফল নাম জয়া আহসান। ‘দেবী’র পঞ্চাশতম দিনে ঘোষণা দেন নতুন সিনেমা ‘ফুড়ুৎ’-এর। তবে সিনেমাটির গল্প, অভিনয়শিল্পী বা নির্মাতা সম্পর্কে জানাননি। নতুন বছরের শুরুতেই আসতে পারে বিস্তারিত ঘোষণা।
মিশন এক্সট্রিম : ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার শেষে পরের কিস্তির ঘোষণা ছিল। এক বছরের বেশি সময় পর ‘মিশন এক্সটিম’-এর ঘোষণা এলো। তবে সিক্যুয়াল হিসেবে নয়। আরিফিন শুভ ও তাসকিন রহমান থাকলেও পরিচালক হিসেবে থাকছেন না দীপঙ্কর দীপন। আগের সিনেমার সহকারী ফয়সাল আহমেদ এবার পুরো পরিচালক। আর গল্প সেই সানি সানোয়ারের।
বিট কয়েন স্ক্যাম : দীপঙ্কর দীপনও বসে নেই। এর আগে বড় স্কেলের দুটি সিনেমার ঘোষণা দিয়ে ছিলেন, কিন্তু হয়নি। বছর শেষে খবর দিলেন অ্যাকশন-থ্রিলারধর্মী ‘বিট কয়েক স্ক্যাম’-এর। দুবাইয়ে হবে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যায়ন। নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ।
সাপলুডু : টেলিভিশনের নির্মাতা গোলাম সোহরাব দোদুল নির্মাণ করছেন এ সিনেমা। টানা দৃশ্যায়নে ইতিমধ্যে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে ক্যামেরার কাজ শেষে করেছেন। থ্রিলারধর্মী এ সিনেমা নিয়ে চর্চাও হচ্ছে। আশা করা হচ্ছে মিম আবারও লাইমলাইটে ফিরবেন।
বিউটি সার্কাস : নাটক নির্মাতা মাহমুদ দিদারের ছবিটি সরকারি অনুদানের। মূল চরিত্রে জয়া আহসান। বড় পরিসরের ছবিটি ৩০ ভাগ শুটিং হওয়ার পরই অর্থ সংকটে পড়ে। পরে আবার শুটিং হয়। এ বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুক্তি পেলে এটিও দর্শকদের চমকে দেওয়ার ক্ষমতা রাখে। ইতোমধ্যে প্রকাশিত স্থিরচিত্র সেই আশা জাগিয়েছে।
রূপসা নদীর বাঁকে : তানভীর মোকাম্মেলের সরকারি অনুদানের চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে এক ত্যাগী বামপন্থী নেতাকে ঘিরে, যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করে। ছবিতে ত্রিশ দশকের স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাসমূহ একজন বিপ্লবীর জীবনের পরিপ্রেক্ষিতে বর্ণিত হবে। বিভিন্ন বয়সে বামপন্থী নেতাটির চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ ও তাওসিফ সাদমান তূর্য্য।
যদি একদিন : গায়ক-অভিনেতা তাহসানের প্রথম ছবি এটি, ‘ঢাকা অ্যাটাক’খ্যাত ভিলেন তাসকিন রহমানও আছেন— দুই কারণে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ প্রথম থেকে। কিছুদিন আগে প্রকাশিত ট্রেলার আগ্রহ জাগিয়েছে। নায়িকা হিসেবে আছেন ভারতের শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এখন দেখার বিষয় আগের সিনেমা দিয়ে হতাশ করলেও কতটা বিনোদন দিতে পারেন টিভি পর্দার এ নির্মাতা।
নোলক : নায়ক শাকিব খান, নায়িকা ববি। আরো আছেন তারিক আনাম খান ও রজতাভ দত্ত। বাংলাদেশি এই ছবির ৭০ ভাগ শুটিং হয়েছে ভারতের রামোজি ফিল্মসিটিতে। এর পর পরিচালক রাশেদ রাহাকে সরিয়ে দায়িত্ব নেন প্রযোজক সাকিব সানেট।
জ্যাম : এক দশক পর নির্মাণে ফিরল প্রয়াত মান্নার প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র। আরিফিন শুভ, পূর্ণিমা, ফেরদৌস, ঋতুপর্ণা সেনগুপ্ত, মৌসুমী, ওমর সানী, চম্পা, মিশা সওদাগরসহ একাধিক তারকা থাকছেন। রোমান্টিক-কমেডিটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
আনন্দ অশ্রু : মোস্তাফিজুর রহমান মানিকের পরের সিনেমা এটি। এর আগে একাধিক অনুল্লেখ্য ছবির পর প্রশংসিত হয় ‘জান্নাত’। এবারও থাকছেন সেই সিনমার জুটি মাহি ও সাইমন সাদিক।
মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ বিভিন্ন উৎসবে ২০১৬ সালে আলো ছড়ালেও দেশে মুক্তি পায়নি। ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’-এর কোনো আপডেট নেই। মুক্তি পাবে এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’। দৃশ্যায়ন শেষ হয়েছেন মাসুদ পথিকের ‘মায়া দ্য লস্ট মাদার’, টোকন ঠাকুরের ‘কাঁটা’র। আলোচনায় আছে নূরুল আলম আতিকের শেষ না হওয়া ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘পেয়ারার সুবাস’। শুটিংয়ে আছে ইশতিয়াক জিকোর প্রথম ছবি ‘সিটি অ্যান্ড ক্যাটস’, যুবরাজ শামীমের ‘আদিম’, প্রি-প্রডাকশনে আছে কামার আহমেদ সাইমনের নতুন ছবি, মেজবাউর রহমান সুমনের আনটাইটেলড মুভি, অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশাগার্ল’, জাজ মাল্টিমিডিয়ার মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’, বুলবুল বিশ্বাসের ‘কাটপিছ’ ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’। এ বছরেরই মুক্তি পাবে কাজী হায়াতের পরিচালনায় শাকিব খানের প্রথম ছবি ‘বীর’। এ ছাড়া এ নায়কের কিছু প্রজেক্ট আলোর মুখ দেখতে পারে।
[Total_Soft_Poll id=”12″]