Select Page

সেই সিনেমাটির নাম ‘মানুষের বাগান’

সেই সিনেমাটির নাম ‘মানুষের বাগান’

# পরিচালকের গোপনীয়তার বিএমডিবির তালিকায় উল্লেখ করা হয়নি নাম
# এবার ফাঁস হলো গণমাধ্যমে
# ফেব্রুয়ারিতে শেষ হবে সিনেমার কাজ

সেই সিনেমাটির তথ্য বাংলা মুভি ডেটাবেজের হাতে ডিসেম্বরের শেষ দিকে আসে। তখন চলছিল ‘২০১৯ সালের জন্য বিশ সিনেমা’র তালিকা তৈরির কাজ। কিন্তু পরিচালকের গোপনীয়তার কারণে আমরা শুধু ‘জ্যোতিকা জ্যোতির আনটাইটেল’ হিসেবে উল্লেখ করি। এবার সেই সিনেমার নাম ও পরিচালক প্রকাশ্য হলো।

সিনেমাটি নির্মাণ করছেন নুরুল আলম আতিক আর নাম ‌‘মানুষের বাগান’।

এ বিষয়ে নন্দিত পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবিটি নিয়ে এখনই কথা বলতে চাচ্ছি না। আর একটু গুছিয়ে নিই।’

কতদিন ধরে শুটিং চলছে বা কতদূর কাজ এগুলো- এমন প্রশ্নে ‘ডুবসাঁতার’খ্যাত এ নির্মাতা বলেন, ‘শুটিং বেশ কিছুদিন হলো চলছে। ফেব্রুয়ারির মাঝামাঝি এটির কাজ শেষ হবে।’

জানা যায়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের চার/পাঁচটি গল্প নিয়ে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে। গল্পগুলোতে জ্যোতিকা জ্যোতি ছাড়া কাজ করছেন প্রসুন আজাদ, মনোজ কুমার, অর্চিতা স্পর্শিয়াসহ বেশ কয়েকজন পরিচিত মুখ।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares