Select Page

২৩ কোটি টাকার সিনেমা ফিরিয়ে প্রশংসায় ভাসছেন সিয়াম আহমেদ

২৩ কোটি টাকার সিনেমা ফিরিয়ে প্রশংসায় ভাসছেন সিয়াম আহমেদ

মুক্তিযুদ্ধ চলাকালীন একরাতের ভয়ংকর নৌ বিধ্বংসী অভিযান ‘অপারেশন জ্যাকপট’। সেই ঘটনা কেন্দ্র করে নির্মিতব্য ছবিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। এমন খবর ছড়াতেই অভিনেতা স্পষ্ট জানালেন, তিনি ‘অপারেশন জ্যাকপট’ ছবিটি করবেন না! তাতেই ভাসছেন প্রশংসায়।

কয়েক বছর ধরে সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছিল। সম্প্রতি পাকা খবর প্রকাশ হতেই দুটো দুঃসংবাদ পেলেন দর্শকরা। প্রথমত, ‘অপারেশন জ্যাকপট’ পরিচালনা করছেন কলকাতার রাজীব কুমার বিশ্বাস। যার ঝুলিতে অনেক হিট সিনেমা থাকলেও সবই দক্ষিণ ভারতীয় সিনেমার কপি-পেস্ট। দ্বিতীয়ত, প্রধান চরিত্রে থাকছেন অনন্ত জলিল। যার অভিনয় নিয়ে কোনো সুখ্যাতি নেই।

কালের কণ্ঠে প্রকাশিত খবরে বলা হয়, এ ছবিতে অনন্ত জলিলের সঙ্গে থাকছেন সিয়াম, রিয়াজ, বাপ্পী, সাইমন, নিরব, ইমন, সজল, রোশান ও জয় চৌধুরী।

কিন্তু সিয়াম তার ফেসবুক পেজে ‘অপারেশন জ্যাকপট’-এ অভিনয়ের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘অপারেশন জ্যাকপট’ মুক্তিযুদ্ধের অন্যতম গৌরবের জায়গা। আমি অবশ্যই এই বিষয়ে সিনেমা নির্মিত হলে এর অংশ হতে চাইবো। কিন্তু সবার আগে আমি দেখব স্ক্রিপ্ট কেমন, নির্মাতা কে, প্রডিউসার কারা!

‘পরিচালক রাজীবদার সাথে আমার হাই-হ্যালো হয়েছিল, স্ক্রিপ্ট নিয়ে বসতে চেয়েছিলেন তিনি; আমার শুটিংয়ে ব্যস্ততার কারণে সেই মিটিংটাই হয়নি। এরপর প্রডিউসারের সাথেও আমার কথা হয়েছে, সেখানে স্পষ্ট করে আমি জানিয়ে দিয়েছি যে এই সিনেমায় আমি অভিনয় করছি না। এরপরও কীভাবে কাস্টিংয়ে চূড়ান্ত তালিকায় আমার নাম থাকে, সেটিই আমার বোধগম্য না।’

দীর্ঘদিন যাবত নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না সিয়াম। তবে ওটিটিতে সরব হয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, এক বছরেরও বেশি সময় ধরে কোনো সিনেমার সাইনিং করিনি। দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চাই বলেই এই বিরতি। কাজেই দর্শকদের অনুরোধ করবো এমন উড়ো খবরে কখনও বিশ্বাস করবেন না। কোনো সিনেমা সাইন করলে অবশ্যই আমি নিজ থেকেই আপনাদের জানাবো।

সিয়ামের এমন সিদ্ধান্তের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। তাতে ভক্ত-দর্শকরা ছবিটির সঙ্গে না থাকায় তার প্রশংসা করছেন।

‘অপারেশন জ্যাকপট’ নিয়ে ছবি নির্মাণে প্রথম উদ্যোগ নিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রায় আড়াই বছর ধরে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম চিত্রনাট্য তৈরি করেন। এমনকি প্রাক প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি সিনেমাটি নিয়ে কাজ করে যাচ্ছিলেন। গত কয়েক বছরে এ নিয়ে অসংখ্য প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা।

কিন্তু আচমকা গত বছর জানা যায়, ছবিটি নির্মাণের দায়িত্ব পড়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওপর। নতুন করে এখানে আবার দরপত্র আহ্বান করা হয়। তখন ছবিটি নির্মাণের কাজটি পায় কিবরিয়া ফিল্মস। গিয়াসউদ্দিন সেলিমের ‘আশীর্বাদ চলচ্চিত্র’ দরপত্র থেকে ছিটকে পড়ায় তখন বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।

গেল বছর ‘শান’, ‘পাপ পুণ্য’ ‘অপারেশন সুন্দরবন’ ‘দামাল’ দিয়ে বাজিমাত করেছেন। চলতি বছর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘অন্তর্জাল’, ‘মুজিব’ সিনেমায় দেখা দিয়েছেন। মাঝে ধারা দিয়েছেন ওটিটির পর্দায়। এছাড়া ওপার বাংলায় পরপর দুটো সিনেমায় যুক্ত হয়ে অভিনয় করছেন। এরই মধ্যে শোনা গেল ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। তবে এই খবরটির পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন সিয়াম।


Leave a reply