২৩ দেশে ‘দরদ’? দেখুন বাংলাদেশের হল তালিকা
অবশেষে মুক্তি পেল শাকিব খান অভিনীত ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত ছবিটি আজ (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ-ভারতসহ ২২টি দেশে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা। তবে এ বিষয়ে নির্মাতার দাবি ছাড়া সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
অনন্য মামুন বলেন, ‘‘দেশে ৮৩ হলে মুক্তি দেয়া হচ্ছে প্রথম সপ্তাহে। এছাড়াও ২২টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না।’’
মুক্তির দুদিন আগে থেকে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স-এ ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। দৈনিক ২৬টি শো চালানোর ঘোষণা দিয়েছে হল কর্তৃপক্ষ।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘দরদ’-এর অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো। এ কারণে পূর্ব নির্ধারিত ২২টি শোয়ের সঙ্গে শেষ মুহূর্তে আরও ৪টি শো বাড়ানো হয়েছে।
সিনেপ্লেক্সের পাশাপাশি কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। তারা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোস্টেও জানায় কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকিটে এতো রেসপন্স আশাই ছিল না।
‘দরদ’ একসাথে বাংলা ও হিন্দিতে মুক্তির কথা রয়েছে। এতপ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে।