৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’?
দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ সময়ে পরিবেশনা সংস্থা শাপলা মিডিয়া ছবিটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয়।
কালের কণ্ঠ এক সংবাদের শিরোনামে জানায়, সিনেমাটি ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। তবে খবরের ভেতর সরাসরি তারিখটি উল্লেখ করা হয়নি। এও বলছে, তারকাবহুল ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছে শাপলা মিডিয়া।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রেজাউল করিম বাদল বলেন, ‘আমরা এর মধ্যে সব প্রস্তুতি নিয়েছি। ছবিটি অনেক ব্যয়বহুল। তাই বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হয়েছে। হুট করে ছবি মুক্তি দিলে তো আর হলো না। বাজারটাও বুঝতে হবে। আমাদের দেশে সেপ্টেম্বর ও অক্টোবরে ছবির ব্যবসা বাড়ে। এটা অতীত অভিজ্ঞতা থেকেই বলছি।’
শাপলার কর্ণধার সেলিম খান বলেন, ‘এ মাসের ২৯ তারিখ কক্সবাজারে জমকালো আয়োজনের মাধ্যমে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে। নির্মাতা পুরো ছবিটি আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমি ছবিটি দেখেছি, দারুণ হয়েছে। এই ছবি নির্মাণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সহযোগিতা না থাকলে নির্মাণ ব্যয় দাঁড়াত অর্ধশত কোটি টাকা। সিনেমা শুধু ব্যবসার জন্য নির্মাণ করলে হয় না, সমাজের প্রতি, দেশের প্রতি কিছু মেসেজ দিতে হয়। এটি সে রকমই ছবি।’
‘অপারেশন সুন্দরবন’-এ অভিনয় কেরছন সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, নুসরাত ফারিয়া, রিয়াজ, কলকাতার দর্শনা বণিকসহ অনেকে।