৪০ হলে ‘ডনগিরি’, দেখুন তালিকা
শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন ও এমিয়া এমি।
দুই বছর আগেই নির্মাণ শেষ হলেও এতদিন নানা জটিলতায় মুক্তি পায়নি। এবার প্রথম সপ্তাহেই পেল ৪০ হল।
এস. এস. কথাচিত্র ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন হাসান ইমাম, লায়লা হাসান, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, মিশা সওদাগর, শিবা সানু, ডিজে সোহেলসহ অনেকে। কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন প্রয়াত যোসেফ শতাব্দী।
যে সব হলে ‘ডনগিরি’ : ঢাকার মধুমিতা, এশিয়া, চিত্রামহল, বিজিবি, আনন্দ, গীত, মুক্তি, পুরবী, পদ্মা, জোনাকি, রানিমহল, সৈনিক ক্লাব, চাঁদমহল-কাচপুর, নিউ গুলশান-জিঞ্জিরা, চম্পাকলি-টঙ্গী, বর্ষা- জয়দেবপুর,পুনম-রায়েরবাগ, নবীন-মানিকগঞ্জ, শ্রীপুরের চন্দ্রিমা, শান্তি নগরের পূর্বাশা, নারায়ণগঞ্জের নিউ মেট্রো ও কালীগঞ্জের ছন্দা।
ঢাকার বাইরে বরিশালের অভিসার, চট্টগ্রামের আলমাস ও সিনেপ্লেক্স সিনেমা, পাঁচদোনার জংকার, দিনাজপুরের মডার্ন, মুক্তারপুরেরা পান্না সিনেমা, চালার নিউ রজনীগন্ধা, নেত্রকোনার হিরামন, সিলেটের নন্দিতা, বিজিবি, যশোরের মনিহার, পাবনার রূপকথা, রংপুরের শাপলা সিনেমা, কিশোরগঞ্জের মানসী, বীরগঞ্জের উল্লাসী, পিরোজপুরের অনামিকা, নীলফামারীর মমতাজমহল এবং ঈশ্বরদীর রাজু সিনেমা।