৪৭ দিয়ে শুরু ‘দহন’
# ‘পোড়ামন ২’ এর প্রথম সপ্তাহের হল ছিল ২২টি। দুই সপ্তাহের ব্যবধানে দাঁড়ায় ৮৭টি
# ‘দহন’ মুক্তি পেল ৪৭ হলে। ভাবা হচ্ছে পরের সপ্তাহে হল সংখ্যা বাড়বে
# জেনে নিন হল তালিকা ও মাল্টিপ্লেক্সের প্রদর্শন সূচি
রায়হান রাফির প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ এর সূচনা হয়েছিল ২২টি প্রেক্ষাগৃহ দিয়ে। কিন্তু সিয়াম আহমেদ ও পূজার অভিনয়ের টানের হল সংখ্যা দুই সপ্তাহে ব্যবধানে ৮৭-এ পৌঁছে যায়। এবার নির্মাতা ও নায়ক-নায়িকার এ জুটির নতুন প্রথম সপ্তাহে মুক্তি পেল ৪৭ প্রেক্ষাগৃহে।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আশা করছে এ সংখ্যা পরবর্তীতে বাড়বে। ঝড় তুলবে ‘পোড়ামন ২’ এর মতো। এবার দেখুন তালিকা।
ঢাকা : স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী , মধুমিতা, বলাকা সিনেওয়ার্ল্ড ও চিত্রামহল।
ঢাকার বাইরে : রানীমহল – ডেমরা। সিলভার স্ক্রিন – চট্টগ্রাম। চম্পাকলি – টঙ্গী । বর্ষা –জয়দেবপুর। নিউ মেট্রো – নারায়ণগঞ্জ । সেনা – সাভার । মনিহার – যশোর । নন্দিতা – সিলেট । ছায়াবাণী – ময়মনসিংহ । আলমাস – চট্টগ্রাম । সোনিয়া – বগুড়া। রূপকথা – পাবনা । মডার্ন – দিনাজপুর । অভিরূচি – বরিশাল । লিবার্টি – খুলনা । রাজ – কুলিয়ারচর । মম-ইন – বগুড়া । কেয়া – টাঙ্গাইল । মধুমতি – ভৈরব । শংখ – খুলনা । শাপলা – রংপুর । চন্দ্রিমা – শ্রীপুর । আলমডাঙ্গা – আলমডাঙ্গা । অনামিকা – পিরোজপুর। বাবু – কিশোরগঞ্জ । বৈশাখী – নড়িয়া । ছন্দা – কালীগঞ্জ । দিনান্ত – কেশরহাট । গ্যারিসন – দয়ারামপুর । লাইটহাউজ – পারুলিয়া । মমতাজমহল – নীলফামারী । নসীব – সাপাহার । রাজু – ঈশ্বরদী । রংধনু – নজিপুর । রূপালি – পাঁচবিবি । শাহীন – বল্লাবাজার । সখী – হোসাইনপুর । সোনালী – ঘোড়াঘাট । সনি – ইসলামপুর । উল্লাস – বীরগঞ্জ । কাজী নজরুল ইসলাম মিলনায়তন – রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রদর্শনী সূচি :
স্টার সিনেপ্লেক্স – ১১:০০, ১:৫০ , ৪:৩০ ও ৭:১০।
ব্লকবাস্টার সিনেমাস – ১১:৩০, ২:১৫, ৫:০০ ও ৭:৪০।
শ্যামলী – ১২:০০, ২:৪০, ৫:৩০ ও ৮:০০।
সিলভার স্ক্রিন – শুক্রবার: ২:০০, ৪:১৫, শনিবার থেকে বৃহস্পতিবার ২:৩০, ৪:৩০।