Select Page

‌‘হালদা’র ৫০তম হল নিউ মেট্টো!

‌‘হালদা’র ৫০তম হল নিউ মেট্টো!

তৌকীর আহমেদেরঅজ্ঞাতনামা’ প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছিল মাত্র ৯টি হলে। ছিল না পর্যাপ্ত প্রচারণা। এ নিয়ে প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মকে দুষেছিলেন দর্শক-সমালোচকরা। নতুন সিনেমা ‌‘হালদা’ মহাসমারোহে মুক্তি পাচ্ছে অর্ধ শতাধিক প্রেক্ষাগৃহে।

‌‘হালদা’ পরিবেশনা করছেন দি অভি কথাচিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি জানান, শনিবার পর্যন্ত ‌‘হালদা’র অর্ধশত হল বুকিং হয়েছে। সর্বশেষ বুকিংকৃত হল হলো নারায়ণগঞ্জের নিউ মেট্টো।

তিনি জানান, আরো কিছু হল যুক্ত হবে তালিকায়। আর ‌‘হালদা’র বিশেষ প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মাধ্যমে ভিন্ন ধারার সিনেমার পরিবেশনার ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত হতে যাচ্ছে।

এর আগে ‘ঢাকা অ্যাটাক’-এর পরিবেশক হিসেবে কাজ করে প্রতিষ্ঠানটি।

‘হালদা’ তৌকীরের পঞ্চম ছবি। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। মা মাছ এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এ নদীতে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, ক্ষয় ও তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।

সিনেমাটির গল্প লিখেছেন আজাদ বুলবুল। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। আরো আছেন দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

‘হালদা’ দেশের মুক্তি পাবে ১ ডিসেম্বর। পরবর্তীতে ১৬টি দেশে মুক্তি পাবে।

 


Leave a reply