Select Page

চলতি সপ্তাহে (২৪ অক্টোবর ২০২৫) কী দেখবেন, কোথায় দেখবেন?

চলতি সপ্তাহে (২৪ অক্টোবর ২০২৫) প্রেক্ষাগৃহে একটি চলচ্চিত্র এবং ওটিটিতে একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। দেখে নিন মুক্তিপ্রাপ্ত নতুন চলচ্চিত্রের হললিস্ট ও ওয়েব ফিল্মের ওটিটি প্ল্যাটফর্ম।

চলচ্চিত্র: কন্যা

পরিবারের হাল ধরা এক তরুণীর সংগ্রামের গল্পে নির্মিত চলচ্চিত্র ‘কন্যা’ ২৪ অক্টোবর শুক্রবার দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম খাঁন।

গল্পে দেখা যায় দরিদ্র পরিবারের মেয়ে হিসেবে ছোট ভাইবোন ও অসুস্থ মায়ের দায়িত্ব নিতে গিয়ে জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি হয় এক তরুণী। কখনও শ্রমিক, কখনও ক্লিনারসহ নানা কাজ করে পরিবারের হাল ধরে সে। জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করেই সে এগিয়ে যায়। গল্পের শেষভাগে জীবনের মোড় নেয় ভিন্ন দিকে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইরা শিকদার এবং অন্যান্য চরিত্রে রয়েছেন রাশেদ মোরশেদ, কাজী হায়াত, রেবেকা প্রমুখ।

ওয়েব ফিল্ম: পারফেক্ট ওয়াইফ

বিবাহিত জীবনের মজার জটিলতা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত ফ্ল্যাশ ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’ ২৩ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে উন্মুক্ত হয়েছে। এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

গল্পে দেখা যায় বিবাহিত বন্ধুর বাড়িতে বেড়াতে আসে এক দম্পতি, আর সেখান থেকেই শুরু হয় নানা ঘটনা। একসময় সম্পর্কের মধুরতায় জায়গায় জায়গা নেয় কলহ ও ভুল–বোঝাবুঝি। এতে দুই দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন মীর রাব্বি ও জোপারি লুসাই এবং সুদীপ বিশ্বাস দীপ ও আরিয়ানা জামান।


Leave a reply