চলতি সপ্তাহে (১৪ নভেম্বর ২০২৫) কী দেখবেন, কোথায় দেখবেন?
চলতি সপ্তাহে (১৪ নভেম্বর ২০২৫) প্রেক্ষাগৃহে দুটি নতুন চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং ওটিটিতে একটি পুরনো চলচ্চিত্রের স্ট্রিমিং শুরু হয়েছে। দেখে নিন মুক্তিপ্রাপ্ত নতুন চলচ্চিত্রের হললিস্ট ও পুরনো চলচ্চিত্রের ওটিটি প্ল্যাটফর্ম।
চলচ্চিত্র: দেলুপি
ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম আর সমকালীন রাজনৈতিক বাস্তবতা নিয়ে নির্মিত ‘দেলুপি’ ১৪ নভেম্বর শুক্রবার দেশের ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর আগে ছবিটি ৭ নভেম্বর খুলনার লিবার্টি হলে মুক্তি পেয়েছে। ছবিটি নির্মাণ করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।

ছবিটিতে বিভিন্ন চরিত্রে দেলুটি ইউনিয়নের চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে অভিনয় করেছেন। এটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।
চলচ্চিত্র: গোয়ার
‘গোয়ার’ একটি গণমানুষের ছবি। এখানে উঠে এসেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনচিত্র। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব।

জয়যাত্রা মাল্টিমিডিয়ার ব্যানারে হেলেনা জাহাঙ্গীরের প্রযোজনায় নির্মিত ছবিতে অভিনয় করেছেন রাসেল মিয়া, জলি, মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর, বড়দা মিঠু, মনজুর আলম, ডেঞ্জার নাসিম, জামাল পাটোয়ারী সহ আরও অনেকে।
চলচ্চিত্র: নীলচক্র
গত ৭ জুন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সাসপেন্স থ্রিলার ধারার ‘নীলচক্র’ ছবিটির ১৩ নভেম্বর থেকে আইস্ক্রিনে স্ট্রিমিং শুরু হয়। ছবিটির পরিচালক মিঠু খান।

এটি শহর জুড়ে ফাঁস হওয়া ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের গল্পে নিয়ে নির্মিত। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।





