Select Page

স্টার সিনেপ্লেক্স/ ২০২৫ সালের সেরা পাঁচ বাংলা সিনেমার আয় কত?

স্টার সিনেপ্লেক্স/ ২০২৫ সালের সেরা পাঁচ বাংলা সিনেমার আয় কত?

বাংলা চলচ্চিত্রে সমসাময়িক বক্স অফিসে স্টার সিনেপ্লেক্সের ভূমিকা গুরুত্বের সঙ্গে দেখা হয়। সম্প্রতি চলতি বছরের সেরা পাঁচ বাংলা চলচ্চিত্রের তথ্য প্রকাশ করেছে দেশের একমাত্র এ মাল্টিপ্লেক্স চেইন। এমনটি জানিয়েছে চ্যানেল আই অনলাইন।

তালিকা তৈরিতে ব্যবসায়িক সফলতা, দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতা বিবেচনা নিয়েছে স্টার সিনেপ্লেক্স। বাংলা মুভি রিভিউয়ের সৌজন্যে। সেই খবরের সঙ্গে জুড়ে দেয়া হলো সিনেমাগুলোর মাল্টিপ্লেক্স গ্রস। যেখানে স্টার সিনেপ্লেক্স ছাড়াও (ব্লকবাস্টার সিনেমাস বাদ দিয়ে) ই-টিকিং ব্যবস্থা রয়েছে এমন প্রেক্ষাগৃহের তথ্য একসঙ্গে রয়েছে।

বরবাদ

পরিচালনা: মেহেদী হাসান হৃদয়

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। রিয়েল এনার্জি প্রডাকশনের শাহরিন সুমি এবং আজিম হারুনের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেন মেহেদী হাসান হৃদয়। অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার ও যিশু সেনগুপ্ত।

মাল্টিপ্লেক্সে ৪৭ দিনে ১০ কোটি ৫৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ‘বরবাদ’-এর। সিনেমাটি মুক্তির পরপরই দেখতে দশর্কের ঢল নামে। কিন্তু অল্প কয়েক দিনের মাথায় পাইরেসিতে পড়লে দ্রুত দর্শক কমতে থাকে।

তাণ্ডব

পরিচালনা: রায়হান রাফী

ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাহরিয়ার শাকিল প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সাবিলা নূর প্রমুখ।

১৪ সপ্তাহে মাল্টিপ্লেক্স ‘তাণ্ডব’-এর গ্রস ছিল ১০ কোটি ৫৮ লাখ টাকা। এ সিনেমাও মুক্তির সপ্তাহ খানেকের মধ্যে পাইরেসির কবলে পড়ে।

উৎসব

পরিচালনা: তানিম নূর

‘উৎসব’ মুক্তি পেয়েছিল ঈদুল আজহায়। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জাহিদ হাসান, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। অতিথি চরিত্রে ছিলেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সুনেরাহসহ অনেকেই।

২১ সপ্তাহ মিলিয়ে ‘উৎসব’-এর মাল্টিপ্লেক্স গ্রস ৯ কোটি ২৬ লাখ টাকা। সিনেমাটি দেশের বাইরে মুক্তি পায় ২০ জুন। ১৭ দিনের হিসাব অনুযায়ী শুধু উত্তর আমেরিকা থেকেই আয় করেছে ১ লাখ ৪৬ হাজার ডলার। অন্যান্য বাজারে সিনেমাটি ভালো করেছে।

স্টার সিনেপ্লেক্স ‘উৎসব’কে তৃতীয় স্থানে রাখলেও বাজেটের বিপরীতে আয় ও সাংস্কৃতিক প্রভাব বিবেচনায় এটি বছরের সবচেয়ে সফল সিনেমা।

দাগি

পরিচালনা: শিহাব শাহীন

শাহরিয়ার শাকিল প্রযোজিত ‘দাগী’র চরিত্রে ছিলেন আফরান নিশো, তমা মির্জা, রাশেদ মামুন অপু ও সুনেরাহ বিনতে কামাল। ৯ সপ্তাহে মাল্টিপ্লেক্স থেকে ‘দাগী’ আয় করেছে ৫ কোটি ৭৯ লাখ টাকা। এটি ঈদুল ফিতরের সিনেমা।

জংলি

পরিচালনা: এম রাহিম

জাহিদ হাসান অভি প্রযোজিত ‘জংলি’ও মুক্তি পেয়েছিল ঈদুল ফিতরে। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সিয়াম আহমেদ, বুবলী, নৈঋতা। ঈদে সীমিত সংখ্যক শো নিয়ে মুক্তি পেলেও দর্শকদের চাহিদার কারণে শো সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। ফ্যামিলি দর্শকদের মধ্যে সিনেমাটি জনপ্রিয়তা অর্জন করে। ‘জংলি’ ৯ সপ্তাহে আয় করেছে ৪ কোটি ১৭ লাখ টাকা।


Leave a reply