আলাউদ্দিন আলীর ফুসফুসে টিউমার
বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী গুরুতর অসুস্থ। সম্প্রতি তার ফুসফুসে টিউমার ধরা পড়েছে। চিকিৎসার উদ্দেশ্যে তিনি বর্তমানে ব্যাংককের স্যামিটিভেজ সুকুমভিত হাসপাতালে ভর্তি হয়েছেন।
দৈনিক প্রথম আলো জানিয়েছে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর ২০ জুন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসে সমস্যাজনিত রোগ ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে ৩ জুলাই তাঁকে ব্যাংকক নেওয়া হয়। সেখানে নতুন করে কিছু পরীক্ষার পর জানা যায়, তাঁর ফুসফুসে একটি টিউমার রয়েছে।
টিউমারটি হৃদ্যন্ত্রের কাছাকাছি হওয়ায় এর অস্ত্রোপচার বেশ ঝুঁকিপূর্ণ। তাই বিকল্প হিসেবে চিকিৎসকেরা রেডিওথেরাপি ও কেমোথেরাপির মাধ্যমে এর চিকিৎসা করার উদ্যোগ নিয়েছেন। আজ থেকে (বুধবার) তাঁর চিকিৎসা শুরু হচ্ছে। দীর্ঘমেয়াদি এই চিকিৎসার জন্য তাঁকে সেখানে তিন মাস অবস্থান করতে হবে।