Select Page

ঈদের পর প্রযোজনায় শাবনূর

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বেশ আগেই। এসেইে অনেকগুলো অনুষ্ঠানে হাজির হন। যা চিরচেনা শাবনূরের সঙ্গে যায় না। আড়ালে থাকাই ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। তারপরও স্বস্তি পেয়েছেন শোবিজের মানুষেরা।

সে সূত্রে জানা গেল, প্রযোজনায় আসছেন তিনি। তাই নতুন করে শাবনূরের এ যোগাযোগ।

ইতোমধ্যে প্রযোজক সমিতির সদস্য হিসেবে নাম অন্তর্ভূক্ত করেছেন শাবনূর। তাই ঢালিউডপাড়ায় নতুন গুঞ্জন শাবনুরের প্রথম প্রযোজিত ছবির নায়ক কে হবেন। কিংবা শাবনুরই বা তার নিজের প্রযোজিত ছবিতে কী ভূমিকায় থাকবেন।

তবে চারদিকে নানা গুঞ্জন চলতে থাকলেও মূল কাস্টিংয়ের খবর ঈদের পরই পাওয়া যাবে। কারণ ঈদের পরই আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা দেবেন তিনি। খবর : ইত্তেফাক।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares