অঙ্গারে বাংলাদেশের প্রাধান্য
জাজের যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে নানা অভিযোগ আছে। এর মধ্যে ভারতীয় তারকাদের প্রাধান্য, গান ও লোকেশন নিয়ে বিতর্ক অন্যতম। এবার তাতে নতুন মাত্রা যোগ করল ‘অঙ্গার’। সিনেমাটির দৃশ্য ধারণে প্রাধান্য দেওয়া হয়েছে বাংলাদেশকে। যদিও পোস্টারে বাংলাদেশের তারকাদের প্রাধান্য না দেওয়ার অভিযোগ উঠেছে।
শিগগিরই মুক্তির মিছেলে নামছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অঙ্গার’। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাজ সিনেমাটির শুটিংয়ের ফিরিস্তি জানায়।
সিনেমাটির মহরত হয় ৩ সেপ্টেম্বর। এরপর বিএফডিসিতে সকাল-বিকাল দুই শিফটে একটানা দুই সপ্তাহ শুটিং হয়। বাকি অংশের শুটিং করতে ১৫ সেপ্টেম্বর বান্দরবান যায় পুরো অঙ্গার ইউনিট। সেখানেও টানা দুই সপ্তাহ শুটিং হয়। তারপর দ্বিতীয় দফায় সিনেমার চারটি গানের শুটিংও সম্পন্ন করার জন্য আবার বান্দরবান যায় অঙ্গার বাহিনী। অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঢাকায় ফিরেন তারা।
পরিচালক সুমন বলেন, ‘আমার অন্যান্য সিনেমার চেয়ে অনেক বেশি গুছিয়ে কাজ করেছি অঙ্গারের। এমনকি নির্ধারিত সময়ের দুদিন আগেই সব কাজ সুন্দররভাবে শেষ করেছি। অবিশ্বাস্য মনে হলেও কেবলমাত্র ইউনিটের সবার উদারতা আর কাজের প্রতি নিষ্ঠার কারণেই এটা সম্ভব হয়েছে। আসলে শিল্পীদের আগ্রহ, একাগ্রতা থাকলে চলচ্চিত্র নির্মাণ করা সহজ হয়ে যায়। সময় বাঁচলে কিন্তু বাজেটও কিছুটা কমে। আমার মনে হয় বিষয়টি আমাদের শিল্পীদের ভেবে দেখা দরকার।’
ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘অঙ্গার’। রোমান্টিক অ্যাকশনধর্মী এ সিনেমায় নবাগত ফাল্গুনী জলির বিপরীতে দেখা যাবে কলকাতার ওমকে। আরো অভিনয় করছেন অমিত হাসান, টাইগার রবি, মুম্বাইয়ের আশীষ বিদ্যার্থী, কলকাতার রজতাভ দত্ত, খরাজ মুখার্জীসহ অনেকেই।