সারাদেশে ‘স্টোরি অব সামারা’, ‘ব্ল্যাকমেইল’
শুক্রবার মুক্তি পেল নতুন সিনেমা ‘দ্য স্টোরি অব সামারা’। এ ছাড়া একইদিন বড় পরিসরে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘ব্ল্যাকমেইল’।
‘দ্য স্টোরি অব সামারা’ মূলত বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক ভৌতিক সিনেমা। ভারটেক্স প্রোডাকশন প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি চলচ্চিত্র নির্মাতা রিকিয়া মাসুদো। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু ও সিবা। অন্যান্য চরিত্রে আছেন এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, ডন, কাবিলা, পিয়া প্রমুখ।
দুটি ভিন্ন গ্রহ ও তার বাসিন্দাদের নিয়ে এগিয়েছে সিনেমার গল্পটি। সম্মিলিতভাবে তারা মোকাবেলা করে অশুভ শক্তিকে।
অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ১৪ আগস্ট মুক্তি পেয়েছিল ঢাকার বাইরে দুটি সিনেমা হলে। আগস্টের শেষ শুক্রবার (২৮ আগস্ট) মুক্তি পাচ্ছে আরো বড় পরিসরে। এবার সারাদেশের ৮০টির বেশি হলে দেখা যাবে লেডি এ্যাকশনধর্মী সিনেমাটি। ইতোমধ্যে হিন্দি সিনেমা ‘গুণ্ডে’র অনুকরণের অভিযোগ উঠেছে সিনেমাটির বিরুদ্ধে।
‘ব্ল্যাকমেইল’-এ অভিনয় করেছেন ববি, মৌসুমী হামিদ ও আনিসুর রহমান মিলন।