Select Page

ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪

গত রবিবার (৭ সেপ্টেম্বর) ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে শিল্পী, কনটেন্ট ও নির্মাতাদের স্বীকৃতি দিতে প্রদান করা হলো ‘ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস-২০২৪’। ইস্পাহানি গ্রুপ ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে চলেছে। এবার বসেছিল এই জাঁকজমকপূর্ণ আয়োজনের চতুর্থ আসর। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ এই আসর অনুষ্ঠিত হয়।

এ বছর অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে ছিল বৈশ্বিক ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। আয়োজনে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক ইমাদ ইস্পাহানি, জাহিদা ইস্পাহানি ও ইস্পাহানি টি লিমিটেডের পরিচালক আখতার মাতিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন তেহসিন চৌধুরী ইস্পাহানি। অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন নাজিবা বাসার ও ইরফান সাজ্জাদ এবং দ্বিতীয় পর্ব উপস্থাপনা করেন রাফসান সাবাব ও আফসান আরা বিন্দু। মঞ্চে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন পারসা ইভানা, আলিফিয়া স্কোয়াড, সাবিলা নূর, মন্দিরা চক্রবর্তী ও জেফার।

দর্শকপ্রিয়, সমালোচক, সঙ্গীত ও স্বতন্ত্র—এই চারটি বিভাগে মোট ২৭টি শাখায় পুরস্কার ও দুটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই আসরে বিভিন্ন বিভাগে বিজয়ী ও মনোনীত ব্যক্তিরা হলেন:

দর্শকপ্রিয় বিভাগ

সেরা অভিনেতা:

মোশাররফ করিম – ‘আধুনিক বাংলা হোটেল’
চঞ্চল চৌধুরী – ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’
জিয়াউল ফারুক অপূর্ব – ‘গোলাম মামুন’
প্রীতম হাসান – ‘কাছের মানুষ দূরে থুইয়া’
সিয়াম আহমেদ – ‘টিকিট’

সেরা অভিনেত্রী:

পরীমনি – ‘রঙিলা কিতাব’
জেফার রহমান – ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’
তাসনিয়া ফারিণ – ‘কাছের মানুষ দূরে থুইয়া’
মেহজাবীন চৌধুরী – ‘আরারাত’
সাফা কবির – ‘টিকিট’

সেরা পার্শ্ব অভিনেতা:

শরাফ আহমেদ জীবন – ‘অসময়’
ইমতিয়াজ বর্ষণ – ‘গোলাম মামুন’
ইরেশ যাকের – ‘অসময়’
পার্থ শেখ – ‘বাজি’
মনোজ প্রামাণিক – ‘বাজি’

সেরা পার্শ্ব অভিনেত্রী:

রুনা খান – ‘অসময়’
তানজিকা আমিন – ‘কালপুরুষ’
বিজরী বরকতউল্লাহ – ‘ফরগেট মি নট’
মনিরা মিঠু – ‘অসময়’
রূপন্তি আকিদ – ‘কাছের মানুষ দূরে থুইয়া’

সেরা পরিচালক (সিরিজ):
ভিকি জাহেদ – ‘চক্র’
অনম বিশ্বাস – ‘রঙিলা কিতাব’
কাজী আসাদ – ‘আধুনিক বাংলা হোটেল’
মোহাম্মদ তাওকীর ইসলাম – ‘সিনপাট’
শিহাব শাহীন – ‘গোলাম মামুন’

সেরা পরিচালক (চলচ্চিত্র):
কাজল আরেফিন অমি – ‘অসময়’
মোস্তফা সরয়ার ফারুকী – ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’
রবিউল আলম রবি – ‘ফরগেট মি নট’
রায়হান রাফী – ‘মায়া’
শিহাব শাহীন – ‘কাছের মানুষ দূরে থুইয়া’

সেরা চলচ্চিত্র:
কাছের মানুষ দূরে থুইয়া’
‘অসময়’
‘ফরগেট মি নট’
‘মায়া’
‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’

সেরা নাটক/সিরিজ:
‘গোলাম মামুন’
‘আরারাত’
‘কালপুরুষ’
‘রঙিলা কিতাব’
‘সিনপাট’

সমালোচক বিভাগ
সেরা অভিনেতা:
এফ এস নাঈম – ‘কালপুরুষ’

মোশাররফ করিম – ‘আধুনিক বাংলা হোটেল’
মোস্তাফিজুর নূর ইমরান – ‘রঙিলা কিতাব’
শ্যামল মাওলা – ‘আরারাত’
সোহেল শেখ – ‘সিনপাট’

সেরা অভিনেত্রী:
জিন্নাত আরা – ‘সিনপাট’

তাসনিয়া ফারিণ – ‘কাছের মানুষ দূরে থুইয়া’
মেহজাবীন চৌধুরী – ‘ফরগেট মি নট’
সাবিলা নূর – ‘গোলাম মামুন’
সারিকা সাবরিন – ‘মায়া’

সেরা চলচ্চিত্র/ নাটক/ সিরিজ:
‘সিনপাট

‘অসময়’
‘আরারাত
‘কাছের মানুষ দূরে থুইয়া’
‘রঙিলা কিতাব’

সেরা পরিচালক (চলচ্চিত্র/ নাটক/ সিরিজ):
মোহাম্মদ তাওকীর ইসলাম – ‘সিনপাট’

অনম বিশ্বাস – ‘রঙিলা কিতাব’
কাজল অরেফিন অমি – ‘অসময়’
রবিউল আলম রবি – ‘ফরগেট মি নট’
শিহাব শাহীন – ‘কাছের মানুষ দূরে থুইয়া’

সেরা চিত্রনাট্য:
কাজী আসাদ – ‘আধুনিক বাংলা হোটেল’

জাহান সুলতানা ও শিহাব শাহীন – ‘কাছের মানুষ দূরে থুইয়া’
ভিকি জাহেদ – ‘রুমি’
মোহাম্মদ তাওকীর ইসলাম, ওমর মাসুম, মাইনুল ইসলাম মিলন, অমিত রুদ্র, খালিদ সাইফুল্লাহ সাইফ – ‘সিনপাট’

সেরা চিত্রগ্রহণ:
ইশতিয়াক হোসেন – ‘ফরগেট মি নট’

কামরুল ইসলাম শুভ – ‘গোলাম মামুন’
তানভীর আহসান – ‘রঙিলা কিতাব’
বিদ্রোহী দীপন – ‘রুমি’
মোহাম্মদ তাওকীর ইসলাম – ‘সিনপাট’

সেরা সম্পাদনা:
সৈয়দ মেহবুব হুসেইন ও সালেহ সোবহান অনীম – ‘কালপুরুষ’

জোবায়ের আবীর পিয়াল – ‘আরারাত’
লিয়ন রোজারিও – ‘কাছের মানুষ দূরে থুইয়া’
লিয়ন রোজারিও ও আশিকুর রহমান সুজন – ‘রঙিলা কিতাব’
সংলাপ ভৌমিক – ‘সিনপাট’

সেরা পোশাক ডিজাইনার:
জান্নাত মৌরি – ‘টিকিট’

ইদিলা ফরিদ তুরিন – ‘কালপুরুষ’
ইমন খন্দকার – ‘গোলাম মামুন’
সাথী আক্তার – ‘সিনপাট’
স্বপ্না রানি বাইন – ‘আধুনিক বাংলা হোটেল’

সেরা শিল্প নির্দেশক:
শিহাব নূরুন নবী – ‘কালপুরুষ’

অমিত রুদ্র – ‘সিনপাট’
থিওফিলাস স্কট – ‘আধুনিক বাংলা হোটেল’
নাঈমা জামান – ‘কাছের মানুষ দূরে থুইয়া’
মোঃ রিংকু – ‘রুমি’

সেরা মেকআপ আর্টিস্ট:
রুবামা ফাইরুজ – ‘কালপুরুষ’

আতিয়া রহমান – ‘রুমি’
খায়রুল ইসলাম – ‘আরারাত’
খোকন মোল্লা – ‘টিকিট’
মাহবুব রহমান মানিক – ‘আধুনিক বাংলা হোটেল’

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর:
জাহিদ নীরব – ‘আধুনিক বাংলা হোটেল’

অভিষেক ভট্টাচার্য – ‘কালপুরুষ’
খৈয়াম সানু সন্ধি – ‘কাছের মানুষ দূরে থুইয়া’
পাভেল অরিন – ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’
রুসলান রেহমান – ‘রঙিলা কিতাব’

সেরা সাউন্ড ডিজাইন:
আদিপ সিং মানকি – ‘সিনপাট’

আদিপ সিং মানকি ও অনিন্দিত রায় – ‘রুমি’
রাজেশ সাহা ও শাকিরুজ্জামান পাপ্পু – ‘আধুনিক বাংলা হোটেল’
রিপন নাথ – ‘কাছের মানুষ দূরে থুইয়া’
শৈব তালুকদার – ‘টিকিট’

সংগীত বিভাগ
সেরা কণ্ঠশিল্পী
মাহতিম সাকিব ও সানজিদা মাহমুদ নন্দিতা’ (‘কাছের মানুষ দূরে থুইয়া’)
আহমেদ হাসান সানি – ‘মানুষ কেন এরকম’ (‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’)
ইমরান মাহমুদুল – ‘টুনাটুনির ঘর’ (‘রঙিলা কিতাব’)
এলিটা করিম – ‘মহাকাল’ (‘কালপুরুষ’)
শারমিন সুলতানা সুমী – ‘অসময় – টাইটেল ট্র্যাক’ (‘অসময়’)

সেরা মিউজিক কম্পোজার
ইমন চৌধুরী – ‘মেঘবালিকা’ (‘কাছের মানুষ দূরে থুইয়া’)
অভিষেক ভট্টাচার্য – ‘মহাকাল’ (‘কালপুরুষ’)
আহমেদ হাসান সানি – ‘মানুষ কেন এরকম’ (‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’)
খৈয়াম সানু সন্ধি – ‘কাছের মানুষ দূরে থুইয়া – টাইটেল ট্র্যাক’ (‘কাছের মানুষ দূরে থুইয়া’)
শারমিন সুলতানা সুমী – ‘অসময় – টাইটেল ট্র্যাক’ (‘অসময়’)

সেরা গীতিকাব্য
সাদাত হোসাইন – ‘মেঘবালিকা’ (‘কাছের মানুষ দূরে থুইয়া’
)
আহমেদ হাসান সানি – ‘মানুষ কেন এরকম’ (‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’)
পদ্ম – ‘মহাকাল’ (‘কালপুরুষ’)
রবিউল আলম রবি – ‘কেমনে কি’ (‘ফরগেট মি নট’)
শারমিন সুলতানা সুমী – ‘অসময় – টাইটেল ট্র্যাক’ (‘অসময়’)

সেরা মিউজিক (ডিজিটাল প্ল্যাটফর্ম)
অ্যাঞ্জেল নূর – ‘যদি আবার’

জেফার রহমান, মুজা ও সঞ্জয় – ‘আড়ালে হারালে’
নচিকেতা ও জয় শাহরিয়ার – ‘আরেকটিবার বাঁচো’
রুবায়েত রেহমান ও রুসলান রেহমান – ‘এখানে এখন’
সাইফ জোহান – ‘আহারে শৈশব’

স্বতন্ত্র বিভাগ
সেরা কনটেন্ট নির্মাতা (ইনফোটেইনমেন্ট/ পডকাস্ট)
সিনজয় সাহা

২ সেন্ট পডকাস্ট
খালিদ ফারহান
জুবায়ের তালুকদার
রাকিন আবসার

সেরা কনটেন্ট নির্মাতা (ভ্রমণ/ খাদ্য ও রেসিপি)
নাদির অন দ্য গো

পেটুক কাপল
বাপ কা বেটা
মিস্টার মিক্সার’স ওয়ার্ল্ড
রাইহানিজম ট্রাভেল অ্যান্ড ফুড

বর্ষসেরা কনটেন্ট নির্মাতা
শুভাশীষ ভৌমিক ও নাফিস সেলিম
নাদির অন দ্য গো
বাপ কা বেটা
রাফসান সাবাব
সালমান মুক্তাদির

বিশেষ সম্মাননা
বাংলা চলচ্চিত্রে ২৫ বছরের অবদানের জন্য: মেগাস্টার শাকিব খান
সিনেমাটিক শ্রেষ্ঠত্বে বিশেষ সম্মাননা: ‘উৎসব’


Leave a reply