Select Page

প্রযোজনায় চিত্রনায়িকা ববি

প্রযোজনায় চিত্রনায়িকা ববি
actress-boby-is-producing-bangla-movie


বেশ কয়েকদিন আগেই চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা ববি। এবার আনুষ্ঠানিক ঘোষণা আসলো। তবে পূর্ণাঙ্গ প্রযোজক না হলেও সহ প্রযোজক হিসেবে নাম লেখালেন ববি।জনপ্রিয় সংগীত পরিচালক অদিতের সঙ্গে সহ প্রযোজক হিসেবে অদিতের প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যাটম্যান ফিল্মস থেকে  নতুন চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন ববি।

নাম ঠিক না হওয়া চলচ্চিত্রটির মূল ভূমিকায় অভিনয় করবেন ববি ,সাঞ্জু , সুমন। ববি অনেকগুলো চলচ্চিত্রে ইতোপূর্বে অভিনয় করলেও সাঞ্জু এবং সুমনের তিন নম্বর চলচ্চিত্র এটি। চলচ্চিত্রের পরিচালক হিসেবে কাজ করবেন ইফতেখার চৌধুরী।একই প্রযোজনা প্রতিষ্ঠান প্রযোজিত প্রথম চলচ্চিত্র দেহরক্ষী‘র পরিচালকও ছিলেন ইফতেখার চৌধুরী। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করবেন প্রযোজক নিজেই। আগামী বছর শুরু হবে চলচ্চিত্রটির শুটিং।

ববি অভিনীত স্বপ্ন ছোঁয়া, অ্যাকশন জ্যাসমিন মুক্তির প্রতীক্ষায় রয়েছে। ববি এখন অভিনয় করছেন ব্ল্যাকমেইল এবং ওয়ান ওয়ে চলচ্চিত্রে।শীঘ্রই ববি শুরু করবেন পিকনিক চলচ্চিত্রের কাজ।


মন্তব্য করুন