Select Page

অডিওতে ‘ছুঁয়ে দিলে মন’ এর গান

অডিওতে ‘ছুঁয়ে দিলে মন’ এর গান

Chuye Dile Mon

আলোচিত চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ এর অডিও অ্যালবাম মুক্তি পাচ্ছে শুক্রবার। এ উপলক্ষ্যে ওইদিন সন্ধ্যা ৬টায় বসুন্ধরা সিটির আইস স্কেটিং জোনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাজু খাদেমের উপস্থাপনায় ব্যতিক্রমী পরিকল্পনা নিয়ে  প্রকাশনা অনুষ্ঠানটি সাজানো হয়েছে।  এতে  থাকবেন ছবিটির সহ-প্রযোজক তাহসিন সাঈদ, পরিচালক শিহাব শাহিন, অভিনয়শিল্পী আরেফিন শুভ, জাকিয়া বারী মম, আলীরাজ, মিশা সওদাগর, সুষমা সরকার, নওশাবা, তাহসান, কনা, ইমরান, শাকিলা ও সঙ্গীত পরিচালক সাজিদ সরকার।

জিরোনা এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটিতে গান থাকছে ৬টি। গান লিখেছেন মারজুক রাসেল, সাজু খাদেম, শাহান কবন্ধ, সিরাজুম মনির ও সোমেশ্বর অলি। সুর করেছেন হাবিব ওয়াহিদ ও সাজিদ সরকার। কণ্ঠ দিয়েছেন হাবিব, তাহসান, কনা, ইমরান, শাকিলা, শাওন, নির্জ হাবিব।


মন্তব্য করুন