চলে যাওয়ার চারবছর
তারেক মাসুদ ও মিশুক মুনীরের চলে যাওয়ার চার বছর পূর্ণ হলো আজ। ২০১১ সালের এই দিনে (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ির কাছে জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের কাছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরো তিনজনসহ তারা। মারাত্মকভাবে আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ চারজন।
তারেক মাসুদ তার পরিচালনায় নির্মিতব্য ‘কাগজের ফুল’ ছবির শুটিং স্পট দেখে ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। তাদের অসময়ে চলে যাওয়ার শূন্যতা পূরণ করা যায়নি। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। তারেক অনেক স্বপ্ন নিয়ে নির্মাণ করতে চেয়েছিলেন ‘কাগজের ফুল’। কিন্তু আর হলো না।
তারেক মাসুদের ‘মাটির ময়না’ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছিল। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ক্রিটিক অ্যাওয়ার্ড অর্জন করে। অংশগ্রহণ করে বিশ্ব চলচ্চিত্রের সেরা পুরস্কার উৎসবে। তার পরিচালিত ‘অন্তর্যাত্রা’ ও ‘রানওয়ে’ ছবি দুটোও বেশ আলোচিত হয়।
শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আশফাক মুনীর মিশুক চিত্রগ্রাহক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত পেয়েছিলেন। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসি’র ভিডিওগ্রাফার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। একুশে টিভির হেড অব নিউজ অপারেশন হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।