ইফতেখারের সিনেমায় হলিউডের লগ্নি
এবার ইফতেখার চৌধুরীর ছবিতে লগ্নি করতে যাচ্ছে হলিউডের প্রযোজনা সংস্থা। ইউরোপের সমুদ্রে ঘেরা মাল্টা নামের ছোট্ট রাষ্ট্রের জীবনযাত্রা ঘিরে তৈরি হতে যাচ্ছে ‘মাল্টা’ শিরোনামে একটি চলচ্চিত্র। যুক্তরাজ্যের কেবি পিকচার্স, ট্রাইটন ফিল্ম প্রডাকশনস ও পল আবেলা প্রযোজিত এ ছবিটি পরিচালনা করবেন পরিচালক ইফতেখার চৌধুরী। ছবিতে অভিনয় করবেন চিত্রনায়িকা ববি।
মাল্টা ছবির গল্প লিখেছেন ইফতেখার চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে ইফতেখার চৌধুরী তার এবং ববির এই আন্তর্জাতিক উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার কথা জানান। ছবিটি প্রযোজনা করবেন ট্রাইটন ফিল্মসের জন ডেবোনো যিনি এর আগে মিউনিখ, ট্রয়, থার্টিন্থ আওয়ার্স প্রভৃতি ছবি প্রযোজনা করেছেন।
সর্বশেষ মে মাসে মুক্তি পেয়েছে ববি অভিনীত চলচ্চিত্র ‘অ্যাকশন জেসমিন’। কিন্তু এই ছবিটির বিরুদ্ধে রয়েছে নকলের অভিযোগ। তাই ক্যারিয়ার নিয়ে কিছুটা দোলাচলে রয়েছেন এই নায়িকা। তবে ভক্তদের মনে আশার সঞ্চার করতেই এবার দ্বীপরাষ্ট্র মাল্টায় পাড়ি জমিয়েছেন ববি। গত ৫ আগস্ট সে দেশে যান ববি। ৬ আগস্ট ছবিতে চুক্তিবদ্ধ হন।
তবে ইফতেখার চৌধুরী জানিয়েছেন, এখনও ছবির নায়ক পাওয়া যায়নি। কলকাতা কিংবা বাংলাদেশ থেকে নায়ক নেয়া হবে। কেমন নায়ক চান তাও জানিয়েছেন স্ট্যাটাসে – হৃত্ত্বিকের মত লম্বা, সুদর্শন নায়ক চান যিনি অভিনয় করতে জানেন, নাচতে জানেন এবং মারামারিও করতে জানেন।
১৫ অক্টোবর থেকে এর চিত্রধারণের কাজ শুরু হবে। ছবির সিংহভাগ শুটিং মাল্টাতেই সম্পন্ন হবে। এতে বাংলার পাশাপাশি ইংরেজি ও মাল্টার স্থানীয় ভাষা ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন নির্মাতা। পরিচালক আরও জানান, মাল্টা নামটি প্রাথমিকভাবে রাখা হয়েছে। এটি পরিবর্তনও হতে পারে।