পর্তুগাল ও ফিজিতে জালালের গল্প
জালালের গল্প এখনো দেশে মুক্তি পায়নি। কিছুদিন আগে বিনাকর্তনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়ে মুক্তির দিন গুনছে ছবিটি। কিন্তু সেন্সর সনদ পাওয়ার আগে থেকেই দেশ ভ্রমণে বেরিয়েছে জালাল, নানা পুরস্কারও জিতে নিয়েছে। এবার ঘুরে এল পর্তুগাল এবং ফিজি থেকে।
বাংলানিউজে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ফিজির রাজধানী সুভাতে ১৭ জুলাই থেকে শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত চলা ষষ্ঠ ফিজি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তরুণ পরিচালক আবু শাহেদ ইমন পরিচালিত চলচ্চিত্র জালালের গল্প। প্রতিযোগিতায় ২৯টি দেশ থেকে ২০৫টি ছবি প্রদর্শিত হয়। এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন ফিজির রাষ্ট্রপতি রাতু ইপেলি নাইলাতিকাউ।
অন্যদিকে পর্তুগালে ২২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত চলা ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে জালালের গল্প।
প্রসঙ্গত উল্লেখ করা যায়, এর আগে গত বছরের অক্টোবরে ১৯তম বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড পেয়েছে তৌকির আহমেদ, মোশাররফ করিম, মৌসুমী হামিদ প্রমুখ অভিনীত ছবি জালালের গল্প। পরবর্তীতে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টস বিভাগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে বিশ্ব প্রিমিয়ার করেছিলো। পরের মাসে ভারতের গোয়ায় ৪৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) প্রথমবারের মতো আয়োজিত ‘অ্যা উইন্ডো অন সাউথ এশিয়ান সিনেমা’ বিভাগে একমাত্র বাংলাদেশি ছবি হিসেবে প্রদর্শনের জন্য মনোনীত হয় এটি।
বিদেশ ভ্রমণ তো ভালোই হয়েছে, এবার দেখা যাক দেশের মানুষের মন জয় করতে পারে কিনা জালালের গল্প।