Select Page

মেন্টাল চলচ্চিত্রের প্রথম ট্রেলার

মেন্টাল চলচ্চিত্রের প্রথম ট্রেলার

শাকিব খানতিশা অভিনীত মেন্টাল ছবি মুক্তি পাবে এ বছরের জুনে। পুরোদমে চলছে ছবির নির্মান কাজ। ছবি নির্মানের শুরু থেকেই গনমাধ্যমে সরব অবস্থান মেন্টালের। আজ প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম লুক – ট্রেলার। বিএমডিবি’র পাঠকদের জন্য তুলে ধরা হল।


মন্তব্য করুন