পারিশ্রমিক ২৫ লক্ষ রুপি
ক্যারিয়ারের শুরু থেকেই নুসরাত ফারিয়ার বৃহস্পতি তুঙ্গে। আর তাই সহকর্মীরা তাকে ‘লাকি গার্ল’ বলে থাকেন। তারই ধারাবাহিকতায় এবার বলিউডের একটি ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ঠিক করা হয়েছে ‘গাওয়াহ্: দ্য উইটনেস’। এ ছবিতে ফারিয়া শুধু যে ইমরানের বিপরীতে অভিনয় করবে তাই নয় এর জন্য তার পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ২৫ লাখ রুপি!
ফারিয়া যখন আশিকি ছবির জন্য কলকাতায় একটি অডিশন দিচ্ছিল সে সময়ই গাওয়াহ্ ছবির কাস্টিং ডিরেক্টর অপূর্ব জোসেফের সঙ্গে ফারিয়ার দেখা হয়। তিনি ফারিয়াকে পছন্দ করেন। তা ছাড়া তিনি আশিকি ছবির ট্রেলার ও গান দেখেন। তখনই বিষয়টি নিয়ে আলাপ শুরু হয়।
ইমরান হাশমি ছাড়াও সেখানে বলিউডের বিখ্যাত অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীও অভিনয় করবেন আর এতে অপর নায়িকা হিসেবে কলকাতার পায়েল সরকার থাকবেন বলে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়।
‘গাওয়াহ্: দ্য উইটনেস’ পরিচালনা করছেন বিষ্ণু দত্ত। এই ছবিতে ফারিয়া একটি রহস্যজনক চরিত্রে অভিনয় করবে। এখানে এমরান হাশমি একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। নওয়াজউদ্দিনের চরিত্র একজন ব্যবসায়ীর। পায়েল হবেন নওয়াজের স্ত্রী। আর আশুতোষ রানা একজন চিকিৎসকের ভূমিকায় থাকবেন। আসলে নির্মাতা সবকিছু সংবাদ মাধ্যমে বললেও, ফারিয়ার চরিত্রের রহস্য প্রকাশ করেননি। তিনি রহস্যই রেখে দিতে চাচ্ছেন।
ফারিয়া বিষয়ে জোসফে অপূর্ব বলেন, ‘হ্যাঁ, আমরা ফারিয়ার প্রথম কাজ হিসেবে তাঁকে ২৫ লাখ রুপি দিচ্ছি। তবে পরবর্তীতে তাঁকে নিয়ে আরও ছবি বানালে এই পারিশ্রমিকের পরিমাণ আরও বাড়বে।’
মুঠোফোনে যোসেফ অপূর্ব আরও জানিয়েছেন, ‘১৭ সেপ্টেম্বর পূজা। পূজা শেষ হলে ১৯ অথবা ২০ সেপ্টেম্বরে এ ছবিতে নুসরাত ফারিয়ার চুক্তিবদ্ধ হওয়ার কথা আছে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে অরবিন্দ ক্রিয়েশন হাউসের ব্যানারে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা অক্টোবর মাসের শেষের দিকে।
বলিউডে ইমরান হাশমি “সিরিয়াল কিসার” নামে খ্যাত। হাশমির ফিল্মে চুমু থাকাটাই ট্রেন্ড। ফারিয়া চুমু দৃশ্যে অভিনয় করবে কিনা এর উত্তরে বলেন ” আমি গল্প শুনেছি। কিন্তু এমন কোনো দৃশ্যের কথা শুনিনি। কিন্তু ফিল্মে অনেক কিছু হয়। তাই ইমরান হাশমির সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত নিজের চরিত্র কীভাবে ফুটিয়ে তোলা যায়, সেটা নিয়ে।
ফারিয়া জানিয়েছেন, ‘বডিউডের ছবিতে অভিনয়; পারিশ্রমিক— এ সবকিছুরই ব্যবস্থাপনার দায়িত্বে আছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।
সূত্র: প্রথম আলো, বেঙ্গলিটাইমস