Select Page

ঈদে অনুপস্থিত শাকিব-জয়া জুটি

ঈদে অনুপস্থিত শাকিব-জয়া জুটি

২০১৩ সালের অন্যতম আলোচিত সিনেমা সাফি উদ্দিন সাফি পরিচালিত ‌‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। সে বছরের কোরবানির ঈদে মুক্তি পায় সিনেমাটি। ঘোষণা অনুযায়ী চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা সিক্যুয়াল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’। ছক মতোই চলছিল সবই। কিন্তু শেষ মুহূর্তে জানা গেল ঈদুল আজহায় ফিরছেন না শাকিব খানজয়া আহসান

নতুন সিনেমাটিতে আরো যুক্ত হয়েছেন ইমনমৌসুমী হামিদ। প্রথম পর্বের মতো ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য রুম্মান রশীদ খানের। কয়েকদিন আগে হয়ে গেল সিনেমাটির শেষ পর্বের শুটিং। কিন্তু ঈদের ছবি হিসেবে সিক্যুয়ালটির মুক্তি অনিশ্চিত।

এ প্রসঙ্গে নির্মাতা সাফি দ্য রিপোর্টকে বলেন, “ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল। শুটিং শেষ হলেও এখনো কিছু কাজ বাকি আছে। বৃহস্পতিবার বিকেলে এ ব্যাপারে প্রযোজকের সঙ্গে চূড়ান্ত আলাপ হবে। সম্ভবত ঈদে মুক্তি পাচ্ছে না ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’।”


মন্তব্য করুন