Select Page

পুরানো নামই থাকছে

পুরানো নামই থাকছে

Shakib Khan Joyar২০১৩ সালের ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব–শুভ–জয়া অভিনীত সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’। সাফিউদ্দিন সাফির সিনেমাটি বেশ আলোড়ন তোলে। সে ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’। কিন্তু কিছুদিন আগে শোনা গিয়েছিল ছবির নাম পাল্টে ক্যাপ্টেন রাখা হয়েছে। এক সপ্তাহ পরেই সংশোধনী এল – ক্যাপ্টেন নয়, পুরাতন নামেই মুক্তি পাবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু।

ছবির কাহিনীকার রুম্মান রশীদ খানের বরাত দিয়ে মানবজমিন জানিয়েছে, ছবির পরিবেশনা সংস্থা দিগন্ত চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’-এর নাম পরিবর্তন করে ‘ক্যাপ্টেন’ রাখার ঘোষণা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছবির নাম পরিবর্তন হচ্ছে না। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ নামেই ছবিটি নির্মিত হচ্ছে এবং মুক্তি পাবে।

সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে রামুজি ফিল্ম সিটিতে ছবির শ্যুটিং শেষ করে দেশে ফিরেছেন ছবিটির পরিচালক এবং কলা কুশলী। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন