Select Page

ঈদে আসছেন না পরী মনি

ঈদে আসছেন না পরী মনি

thereport24মুক্তির আগে থেকেই আলোচনায় থাকা পরী মনি এবারই প্রথমবার ঈদে উপস্থিত হবেন এমন কথা ছিল। রোমান্টিক ছবির নির্মাতা হিসেবে খ্যাত পরিচালক এস এ অলিকের আরো ভালোবাসবো তোমায় ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পরী মনি। ঈদে মুক্তির তালিকায় থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে গিয়েছেন প্রযোজনা সংস্থা টিওটি ফিল্মস। তাই ঈদে পরী মনি আসছেন না দর্শকদের সামনে।

জানা গেছে বর্তমানে আরো ভালোবাসবো তোমায় ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে পার্শ্ববর্তী দেশ ভারতে। ঈদের আগে কাজ শেষ হবে এমন আশা থেকেই ঈদে ছবি মুক্তির মিছিলে শামিল হয়েছিল পরী মনি ও শাকিব খানের ছবিটি। কিন্তু প্রযোজক এবং নির্মাতা উভয়েই নিশ্চিত করেছেন, ঈদের আগে ছবির কাজ শেষ হবে না, তাই ঈদে মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।

আরো ভালোবাসবো তোমায় ছবির মুক্তি পিছিয়ে দেয়ার ফলে এবার ছবির সংখ্যা দাড়ালো তিন এ। পরী মনি বিদায় নেয়ায় এবার প্রতিদ্বন্দ্বীতা করবেন তিন নায়িকা – অপু বিশ্বাস, মাহিয়া মাহি এবং বিদ্যা সিনহা মিম


মন্তব্য করুন