
নিজের লেখা গল্পের নায়ক শাকিব
অভিনয় তো করেনই, প্রযোজনা করেছেন, এমনকি গানও গেয়েছেন। তারপরও অনেক কিছু বাকি। একটু একটু করে তা পূরণ করছেন ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খান। এবার তিনি সিনেমার গল্প লিখছেন। আর তাতে নায়ক হবেন তিনি নিজেই।
শুধু গল্পই নয়, চিত্রনাট্যও শাকিব করছেন। নাম ঠিক না হওয়া রোমান্টিক-অ্যাকশনধর্মী সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালের রোজার ঈদে।
এ প্রসঙ্গে শাকিব কালের কণ্ঠকে বলেন, ‘এর মধ্যে প্রাথমিকভাবে গল্পটি সাজিয়েছি। এখন চলছে চিত্রনাট্যের কাজ। শুটিংয়ের ফাঁকে যেটুকু অবসর পাই, সেটুকুই এর পেছনে কাজে লাগাচ্ছি। প্রথম গল্পকার হিসেবে দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাই। ভালো একজন পরিচালককে নেব নির্মাণে।’