অনন্য মামুন রকস (ট্রেলার)
‘ব্ল্যাকমেইল’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট। ট্রেলার মুক্তি পেল ২ আগস্ট। ট্রেলারে ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন পরিচালক অনন্য মামুন।
সমালোচনার জায়গা হলো— ধারণা করা হচ্ছে এটি হিন্দি সিনেমা ‘গুণ্ডে’র নকল। ট্রেলারের তেমন কিছু দৃশ্য ও গানের কোরিওগ্রাফি থেকে এমন অভিযোগ এসেছে। এ ছাড়া ট্রেলারে পুরো সিনেমার কাহিনী বলে দেওয়ার অভিযোগ তো আছে-ই। তা সত্ত্বেও বলতে হয় সিনেমাটি দেখার মতো।
কাহিনী গড়ে উঠেছে দুই মেয়ে ব্ল্যাকমেইলারকে নিয়ে। তারা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়। কিন্তু সমস্যা বাধে যখন একই লোকের প্রেমে পড়ে।
অনন্য ইতোমধ্যে দুটি সিনেমা নির্মাণ করেছেন। তার নির্মাণে বৈচিত্র্য আছে স্বীকার করতেই হবে। সে মুনশিয়ানায় এ সিনেমাও তার ব্যতিক্রম নয়। কালার কম্পোজিশনও ভালো। এ ছাড়া দেশী-বিদেশী চমৎকার লোকেশন ব্যবহার হয়েছে। সেদিক থেকে ধারণা করা যায় জমজমাট সিনেমা হবে ‘ব্ল্যাকমেইল’।
‘ব্ল্যাকমেইল’ এ চমৎকার কিছু গান আছে। কিছু দৃশ্যে দুই নায়িকা অনেকটা খোলামেলা দেখা যায়। যা নারী প্রধান সিনেমা হিসেবে বেশ দুর্বলতা।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি, মৌসুমী হামিদ ও মিশা সওদাগর।